মোদীর কাছে কান্নায় ভেঙে পড়লেন শামি, লিখলেন আবেগঘন বার্তা  

মোদীর কাছে কান্নায় ভেঙে পড়লেন শামি, লিখলেন আবেগঘন বার্তা   
20 Nov 2023, 11:30 PM

মোদীর কাছে কান্নায় ভেঙে পড়লেন শামি, লিখলেন আবেগঘন বার্তা

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলকে সান্তনা দিলেন নরেন্দ্র মোদী। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতেই নরেন্দ্র মোদী চলে যান ভারতীয় ড্রেসিংরুমে। সেইসময় ড্রেসিংরুমের পরিবেশ ছিল থমথমে। ক্রিকেটারদের চোখের জল তখনও পুরোপুরি মুছে যায়নি। মোদী সকলকে সান্ত্বনা দেন। উদ্বুদ্ধ করেন ক্রিকেটারদের, হাত মেলান সকলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, শামিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন প্রধানমন্ত্রী।সোমবার সেই ছবি টুইট করেন শামি। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচের শেষে ভারতীয় দলের ড্রেসিংরুমে দাঁড়িয়ে নমো। সেই সময় কান্নায় ভেঙে পড়া শামিকে নিজের বুকে জড়িয়ে ধরেন। সান্ত্বনা দেন গোটা ভারতীয় দলকেই।শামি লিখেছেন, ‘গতকাল দিনটা আসলে আমাদের ছিল না। আমি সকল ভারতীয়কে ধন্যবাদ দেবো পুরো বিশ্বকাপ জুড়ে আমার ও আমাদের দলের পাশে থাকার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ড্রেসিংরুমে এসে আমাদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ালেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আমরা ঠিক ঘুরে দাঁড়াব।’

রবিবার সকাল থেকেই অসুস্থ ছিলেন শামির মা অঞ্জুম আরা। জ্বর হয়েছিল তাঁর। পরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। তার পরেই খবর দেওয়া হয় শামিকে। সতীর্থদের সঙ্গে ফাইনালের প্রস্তুতি সারছেন শামি। মায়ের অসুস্থতার খবর পেয়েও মাঠে নামেন তিনি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় শামিকে।

২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হলে‌ন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন। এরমধ্যে আছে ৭ উইকেট ‌নেওয়ার নজিরও।

Mailing List