সমস্যাকে পিছনে ফেলে সাফল্যের শীর্ষে শামি! জানুন সেই রহস্য
সমস্যাকে পিছনে ফেলে সাফল্যের শীর্ষে শামি! জানুন সেই রহস্য
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ফাইনালের আগে শামিকে নিয়ে বাড়ছে প্রত্যাশা। এদিকে ভালো পারফরম্যান্স করে বাড়ছে শামির বাজার দরও। জানা গিয়েছে, কলকাতার একটি সংস্থা শামির বিজ্ঞাপন সংক্রান্ত কাজ দেখাশোনা করে। সেই সংস্থার কর্ণধার জানিয়েছেন, আর কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকটি নতুন বিজ্ঞাপনে কাজ করতে দেখা যাবে শামিকে। শুধু বিজ্ঞাপন নয়, সোশাল মিডিয়া পার্টনারশিপের জন্যও শামির চাহিদা প্রবল। নানা অনুষ্ঠানেও শামিকে অতিথি হিসাবে নিয়ে যেতে চাইছেন উদ্যোক্তারা। তবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত কোনও বিষয়ই চূড়ান্ত করা যাবে না বলেই সূত্রের খবর।
ব্যক্তিগত জীবনে ঘাত-প্রতিঘাত বিগত কয়েক বছর ধরেই লেগে আছে শামির জীবনে। তার উপর জাতীয় অনেক সময়ই বঞ্চনার শিকার হতে হয়েছে। কিন্তু ক্যামব্যাকের আরও এক নাম শামি। দাদার সাফল্যের রহস্য ফাঁস করলেন ভাই কাইফ। তাঁর কথায়, 'দাদাকে বিশ্রাম নিতে খুবই কম দেখেছি, সব সময় নিজেকে অনুশীলনে মগ্ন রাখে। জাতীয় দল থেকে বাড়ি ফিরেই ফের অনুশীলন শুরু করে দেয়। জিম-অনুশীলনে নিজেকে মগ্ন রাখে। পরিশ্রম করেন অনেক বেশি।'
বেসরকারি চ্যানেলে অঞ্জুম আরা বলেন, 'আমি খুব খুশি শামি যেভাবে খেলছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। কালও যেন ভালো খেলে এবং দেশকে জেতাতে পারে।'ফাইনালের আগে হাসিনের একটি পোস্ট ভাইরাল। সেই পোস্টে দেখা যাচ্ছে বিমানে করে যাচ্ছেন হাসিন জাহান। প্রসঙ্গত, আগামীকালই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আহমেদাবাদে।কিন্তু ফাইনালের কয়েকঘণ্টা আগে হাসিন জাহানের একটি পোস্ট কার্যত ভাইরাল হয়ে গিয়েছে।


