শালবনি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে শুরু হতে চলেছে শালবনি ফুটবল একাডেমি

শালবনি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে শুরু হতে চলেছে শালবনি ফুটবল একাডেমি
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: আগামী দিনের নক্ষত্রদের জন্য শুরু হতে চলেছে শালবনি ফুটবল একাডেমি। মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার উদ্যোগে শালবনি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে শুরু হচ্ছে শালবনি ফুটবল একাডেমি। যেখানে ১০ থেকে ১৩ বছর বয়সী ৩৫ জন ক্ষুদে ফুটবলারদের আগামীর জন্য প্রশিক্ষিত করবেন - ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক প্রশিক্ষক সুব্রত পাল, অন্যতম জার্মান সংস্থা ওয়াকার এবং ফিউচার হোপ এর মিলিত প্রচেষ্টায়। শালবনির এই একাডেমী থেকে দেশের অন্যতম সেরা ফুটবলাররা ভবিষ্যতে উঠে আসবে এমনই আশা। একাডেমির জন্য বাছাই শিবির আয়োজিত হলো শালবনি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে। ২১ থেকে ২৩ সেপ্টেম্বর তিনদিনের এই বাছাই শিবিরে জঙ্গলমহল তথা সারা জেলার ৫০০র বেশি ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে। ২৫ শে সেপ্টেম্বর সোমবার মেদিনীপুর শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ফাইন্যাল স্কাউটিং এ উপস্থিত থাকবেন কোচ সুব্রত পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


