আইপিএলে খেলবেন না সাকিব

আইপিএলে খেলবেন না সাকিব
04 Apr 2023, 10:30 AM

আইপিএলে খেলবেন না সাকিব

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আসন্ন আইপিএলে খেলবেন না সাকিব উল হাসান। জাতীয় দলের খেলা থাকার কারণে সাকিব আইপিএলের শুরুর মতো পরের দিকেও কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলতে পারতেন না। আয়ারল্যান্ড সিরিজের কারণে শুরুটা তো মিস করেছেনই, পরের দিকেও মিস করতেন কারণ, বাংলাদেশ দল তখন ইংল্যান্ডে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে। সিরিজটা হবে ৯ থেকে ১৪ মে। তার আগে ৫ মে আছে একটা প্রস্তুতি ম্যাচও। আর আইপিএল শেষ হবে ২৮ মে।কেকেআর-এর সেই অনুরোধ মেনে আইপিএল ২০২৩-এ না খেলার সিদ্ধান্ত নিলেন সাকিব। যদি চুক্তি অনুযায়ী সাকিব সেই অনুরোধ প্রত্যাখানও করতে পারতেন। তবে কেকেআর-এর সঙ্গে দীর্ঘদিনের সু সম্পর্ক থাকায় সাকিব অনুরোধ মেনে সরে দাঁড়ালেন।

এদিকে দ্বিতীয় ম্যাচ খেলতে কলকাতায় চলে এল আরসিবি দল। প্রিয় ইডেনেও বড় ইনিংসই লক্ষ্য থাকবে বিরাটের। মঙ্গলবার থেকেই ইডেনে প্রস্তুতি শুরু করে দিচ্ছে আরসিবি। দু-দিনের প্রস্তুতি শেষে বৃহস্পতিবার মেগা ম্যাচ।

আইপিএলে কোনও রকম অক্রিকেটীয় পোস্টার নিয়ে ঢুকতে পারবেন না দর্শকরা। আয়োজকরা চায় না এই টুর্নামেন্ট সিএএ অর্থাত্ সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি অর্থাত্ জাতীয় নাগরিক পুঞ্জির আন্দোলন মঞ্চ হয়ে উঠুক। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, যাঁরা দিল্লি, মোহালি, হায়দরাবাদ এবং আহমেদাবাদে ম্যাচ দেখতে যাবেন, তাঁর সিএএ কিংবা এনআরসি সংক্রান্ত কোনও ব্যানার বা পোস্টার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।

Mailing List