বিশ্বকাপ শুরুর আগে চোট পেয়ে বাংলাদেশের চিন্তা বাড়ালেন শাকিব

বিশ্বকাপ শুরুর আগে চোট পেয়ে বাংলাদেশের চিন্তা বাড়ালেন শাকিব
29 Sep 2023, 06:05 PM

বিশ্বকাপ শুরুর আগে চোট পেয়ে বাংলাদেশের চিন্তা বাড়ালেন শাকিব

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের আগেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম ইকবাল এবং চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান। যে কারণে এশিয়া কাপে দলের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয় শাকিব এল হাসানের হাতে। আর বিশ্বকাপের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে, প্রস্তুতি ম্যাচের আগে ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন শাকিব আল হাসান।বিশ্বকাপের ৫দিন আগে সাকিব আল হাসানের এই হঠাত্ চোট চিন্তা বাড়াল বাংলাদেশ শিবিরের। গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে শকিবের জায়গায় টস করেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য শাকিবের চোটের ব্যাপারে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের আগের দিন অর্থাত্ গতকাল ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি।

গত মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। তবে বিশ্বকাপগামী দল থেকে বাদ দেওয়া হয় সিনিয়র তারকা তামিম ইকবালকে। নির্বাচকরা জানিয়েছিলেন, পিঠের ইনজুরির জন্যই তামিমকে নেওয়া হয়নি। তবে সাকিব এক সাক্ষাত্কারে বলে দেন, আফগানিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে রাজি হননি তামিম। এখানেই না থেমে সতীর্থকে 'শিশুসুলভ', 'এমনকি আদর্শ টিমম্যান নন' এমনটাও বলে দেন বিস্ফোরকভাবে। ওয়ার্ল্ড কাপের ঠিক কয়েক সপ্তাহ আগেই তামিম নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন।

গতবুঘবার ভিডিও বার্তায় তামিম বলেছিলেন, 'দু'-এক দিন পর আমাকে বোর্ডের উপর মহল থেকে এক জন ফোন করলেন। উনি আমাদের ক্রিকেটে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে যুক্ত। আমাকে হঠাত্ ফোন করে উনি বললেন, ''তুমি তো বিশ্বকাপে যাবে। তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। তুমি এক কাজ করো, আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচটা খেলো না।''

Mailing List