গ্যালারিতে গ্ল্যামার বাড়ালেন শাহরুখ-দীপিকরা, পাঠ হল হনুমান চাল্লিশাও, তবু শেষ রক্ষা হল না

20 Nov 2023, 08:00 AM

গ্যালারিতে গ্ল্যামার বাড়ালেন শাহরুখ-দীপিকরা, পাঠ হল হনুমান চাল্লিশাও, তবু শেষ রক্ষা হল না

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: মোতেরার গ্যালারিতে গ্লামারের শো। রবিবার ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন বলিউড বাদশা তথা কেকেআর কর্ণধার শাহরুখ খান। এছাড়াও নায়কদের মধ্যে উপস্থিত ছিলেন আয়ূষ্মান খুরানা,  রণবীর সিং,রা।

নায়িকাদের মধ্যে কোহলি ঘরণী অনুষ্কা এবং কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টিতো ছিলেনই, সঙ্গে উপস্থিত হয়েছিলেন দীপিকা পাডুকোন। তাঁর সঙ্গ এসেছিলেন বাবা প্রকাশ পাডুকোন এবং বোন অনিষা। বর্তমানে শুটিংয়ের চাপের মধ্যেও সময় বার করে ফাইনাল ম্যাচ দেখতে এলেন দীপিকা। তাঁর পরনে ছিল টিম ইন্ডিয়ার জার্সি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ টিমের এয়ার শো-সহ বেশ কিছু আকর্ষণীয় মুহূর্ত দেখা যায়।  মাঠের ভেতরে অনুরাগীদের হনুমান চালিশা যপ করা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে। একসঙ্গে দেড় লক্ষ মানুষকে হনুমান চালিশা অনুরাগীদের মধ্যেই কেউ কেউ আবার 'ভারাত মাতা কী জয়' বলে চিত্কার করছেন।

 অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে ভারতীয় দল তুলতে পেরেছে ২৪০ রান। একটা এমন উত্তেজনাময় ম্যাচে স্নায়ুর চাপের কাছে নতিস্বীকার করলেন শুভমন গিল (৪), শ্রেয়স আইয়ার (৪), রবীন্দ্র জাদেজা (৯), মহম্মদ শামিরা (৬)।বিরাট কোহলি (৬৩ বলে ৫৪) ও কে এল রাহুল (১০৭ বলে ৬৬) উইকেট টিকে থেকে চেষ্টা করেছিলেন।এরআগে চলতি বিশ্বকাপে কোনও ম্যাচেই ভারতের সব উইকেট ফেলতে পারেনি কোনও দল। এমনকি গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াও না। কিন্তু প্রথমবার চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং লাইনআপে পুরো ধস নামাতে পারল। এই ম্যাচেই প্রথমবার ভারতের অল উইকেট পড়ল।

Mailing List