মোদির ডকুমেন্টারি দেখানোর সময় দিল্লির মতোই প্রেসিডেন্সিতেও লোডশেডিং, কাকতলীয় নাকি অন্য কিছু, ক্ষোভে ফুঁসছে এসএফআই

মোদির ডকুমেন্টারি দেখানোর সময় দিল্লির মতোই প্রেসিডেন্সিতেও লোডশেডিং, কাকতলীয় নাকি অন্য কিছু, ক্ষোভে ফুঁসছে এসএফআই
27 Jan 2023, 07:35 PM

মোদির ডকুমেন্টারি দেখানোর সময় দিল্লির মতোই প্রেসিডেন্সিতেও লোডশেডিং, কাকতলীয় নাকি অন্য কিছু, ক্ষোভে ফুঁসছে এসএফআই

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পরিকল্পনা মোতাবেক নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। বিকেল চারটে থেকে প্রেসিডেন্সির ইউনিয়ন রুমে শুক্রবার তথ্যচিত্রটি দেখানোর ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানে পাঁচটা নাগাদ শুরু হয়। আর তার আধঘন্টা পরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে পড়ুয়াদের অভিযোগ। এরপরেই প্রেসিডেন্সি কর্তৃপক্ষকে দায়ী করে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। ৬ টা নাগাদ বিদ্যুৎ সংযোগ ফেরে। তারপরেই নরেন্দ্র মোদির বিতর্কিত তথ্যচিত্রটি দেখানো শুরু হয়।

মোদিকে নিয়ে বিবিসির এই তথ্যচিত্রটি নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির তরফে এই তথ্যচিত্রটি নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। তবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এই তথ্যচিত্রটি দেখানোর জন্য চেষ্টা করছে। প্রেসিডেন্সিতে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই ইন্ডিয়া দ্যা মোদি কোয়েশ্চেন এর প্রদর্শনী হয়। তবে লোডশেডিং এর বিতর্ক পিছু ছাড়ছে না। তার কারণ এর আগেও জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ঐ তথ্যচিত্রের প্রদর্শনীর সময় সেখানেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লোডশেডিং হয়। তা নিয়ে গন্ডগোল হয়। এরপরেই যাদবপুর এবং প্রেসিডেন্সি দুই বিশ্ববিদ্যালয় মোদিকে নিয়ে বিবিসির এই বিতর্কিত তথ্যচিত্রটি দেখানোর আয়োজন করে। তবে বৃহস্পতিবার যাদবপুরে নির্বিঘ্নে দেখানো হয়েছে এই তথ্যচিত্র। শুক্রবার প্রেসিডেন্সিতে দেখানোর সময় বাধা পড়ে। লোডশেডিং হয়ে যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, ছবি প্রদর্শনে সায় নেই। কোনো অশান্তি হলে পড়ুয়াদের সেই দায় নিতে হবে। লোডশেডিং হলেও তার কিছুক্ষণ পরে ফের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলে তথ্যচিত্রটি দেখানো হয়।

Mailing List