ট্রেন দুর্ঘটনায় আহতদের সেবায় এগিয়ে এলেন যৌনকীর্মীরা, তৈরি হল নয়া নজির

ট্রেন দুর্ঘটনায় আহতদের সেবায় এগিয়ে এলেন যৌনকীর্মীরা, তৈরি হল নয়া নজির
বাবলা বল, জলপাইগুড়ি
রেড লাইট এরিয়ার মহিলাদের মানবিক মুখ দেখল জলপাইগুড়ি। সুশীল সমাজের কাছে তারা "ব্রাত্য"। কিন্তু তারাই "অন্যন্য" হওয়ার নজির গড়লেন। ভয়াবহ রেল দুর্ঘটনার আহতদের সেবায় এগিয়ে আসতে দেখা গেল যৌনকর্মীদের।
বৃহস্পতিবার সন্ধ্যা লাগার মুহুর্তে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের বাঘের ডাঙ্গা এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বিকানীর-গুয়াহাটি এক্সপ্রেস। দুর্ঘটনার অভিঘাতে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৯। গুরুতর জখম ৪২ জন এখনো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। স্বাভাবিক ভাবেই নেতামন্ত্রীতে ছয়লাপ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। সেই ভিড়েই দেখা গেল জনাকুড়ি মহিলাকে। কোনো আড়ম্বর নেই। তারা জলপাইগুড়ির দীনবাজার সংলগ্ন রেড লাইট এরিয়ার যৌনকর্মী।
হাতে জলের বোতল এবং শুকনো খাবার নিয়ে পৌছে দিলেন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আহতদের কাছে। বিপদের মুহুর্তে বাড়িয়ে দিলেন সহমর্মিতার হাত। তাঁদের সঙ্গে নানা রকমের খাদ্যসামগ্রীও। যা দেখে সকলে হতবাক। চাঁরা কিন্তু সকলেই নীরবে সেই সমস্ত সামগ্রী পৌঁছে দিলেন আহতদের কাছে।



