কঠোর শাস্তি, নির্বাসিত হতে পারেন হরমনপ্রীত

কঠোর শাস্তি, নির্বাসিত হতে পারেন হরমনপ্রীত
25 Jul 2023, 07:25 PM

কঠোর শাস্তি, নির্বাসিত হতে পারেন হরমনপ্রীত

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: শৃঙ্খলাভঙ্গের জন্য কঠোর শাস্তি পেতে পারেন হরমনপ্রীত কৌর। ক্রিকবাজের খবর অনুযায়ী, আইসিসি খুব শীঘ্রই হরমনপ্রীতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। দুই ম্যাচ নির্বাসনের মুখে পড়তে পারেন ভারত অধিনায়ক। এই শাস্তি পেলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নামতে পারবেন না হরমনপ্রীত। ভারত যদি কোয়ার্টার ফাইনাল জেতে, তাহলে সেমিফাইনালেও হরমনপ্রীতকে ছাড়াই খেলতে নামতে হবে ভারতীয় মহিলা দলকে।

ভারত অধিনায়কের ম্যাচ ফি-র ৭৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। মাঠে স্ট্যাম্পে হিট করার জন্য ৫০ শতাংশ এবং ম্যাচের পর পুরষ্কার বিতরণীতে বিতর্কিত মন্তব্য করার জন্য ২৫ শতাংশ। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে আইসিসি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে।

হরনপ্রীতের কথা বলতে গিয়ে ডায়না এডুলজি বলেন, তিনি এমন আচরণ কখনও দেখেননি। হরমন সম্ভবত রান করতে না পারার কারণেই এমনটা করেছিলেন। বিসিসিআই দলের জন্য সবকিছু করছে। এর পরও দল ভালো করছে না। খেলোয়াড়রা তারকাদের মতো খেলছে এবং তারা ক্রিকেটে মনোযোগী নয়। বিসিসিআইকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।

ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য মদনলাল টুইটে লিখেছেন, “বাংলাদেশের মহিলা দলের প্রতি হরমনপ্রীতের আচরণ নিন্দনীয়। ও মোটেই খেলাটার থেকে উঁচুতে নয়। বিশ্বের দরবারে ভারতীয় ক্রিকেটের নাম খারাপ করেছে ও। বোর্ডের উচিত ওর বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া।” এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে হরমনপ্রীতকে নিয়ে একটি শব্দও খরচ করেনি বোর্ড। তবে একান্তে হরমনপ্রীতকে ডেকে আলোচনা করতে পারেন কর্তারা।

Mailing List