ভয়াবহ বন‌্যা পরিস্থিতি গ্রিসে, উদ্ধার করা হয়েছে ৮০০ জনকে

ভয়াবহ বন‌্যা পরিস্থিতি গ্রিসে, উদ্ধার করা হয়েছে ৮০০ জনকে
08 Sep 2023, 11:09 PM

ভয়াবহ বন‌্যা পরিস্থিতি গ্রিসে, উদ্ধার করা হয়েছে ৮০০ জনকে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রবল বন‌্যায় কার্যত বিপর্যস্ত গ্রিস। গত দু’দিনে আটশোরও বেশি বন‌্যা কবলিত মানুষকে উদ্ধার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রবল ঝড়-বৃষ্টির কারণে রাস্তা-ঘাট জলমগ্ন হয়ে পড়েছে। বেশকিছু যানবাহন সমুদ্রের জলে ভেসে গেছে। এই ঝড়-বৃষ্টির হাত থেকে রক্ষা পায়নি বুলগেরিয়া এবং তুরস্কের বেশ কয়েকটি অঞ্চল।

সংবাদসংস্থা জানাচ্ছে, গ্রিস সহ এই তিন দেশে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গ্রিসের দমকল বিভাগের মুখপাত্র ভ‌্যাসিলিস ভাথ্রাকোগিয়ানিস জানিয়েছেন, দুর্যোগ প্রতিরোধ বাহিনীর কর্মী, সেনাবাহিনী এবং বিশেষজ্ঞরা দ্রুত উদ্ধারকার্যে নেমে পড়েছেন। রাস্তা-ঘাট জলমগ্ন থাকলেও তাঁরা প্রত‌্যন্ত অঞ্চলে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করছেন। কিছুদিন আগেই গ্রিসে দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অসংখ‌্য মানুষ। বন ও কৃষিজমির বিস্তীর্ণ অংশ আগুনে পুড়ে গেছে। মারা গেছে কুড়ি জনেরও বেশি মানুষ। দাবানলের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার বন‌্যার কবলে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মূলত কার্দিসা অঞ্চলের শহরগুলিতে বন‌্যা আছড়ে পড়েছে। জলস্তর বেড়ে যাওয়ার ফলে বাড়ি-ঘর জলে ডুবে গেছে। আতঙ্কিত মানুষরা বন‌্যার হাত থেকে বাঁচতে বাড়ির ছাদে দিন কাটাচ্ছেন। উদ্ধারকার্যের সঙ্গে যুক্ত কর্মীরা আটকে পড়া মানুষদের ট্রাক এবং নৌকা করে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু প্রবল বিপর্যয়ের ফলে সকলের কাছে পৌঁছনো সম্ভব হচ্ছে না। ঘনঘন বজ্রপাতের ফলে হেলিকপ্টারও ওড়ানো সম্ভব হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এথেন্সের কিছু এলাকায় ১২ ঘণ্টার ব‌্যবধানে বার্ষিক গড় বৃষ্টিপাতের থেকেও বেশি বৃষ্টি হয়েছে। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী নিকোস দেন্দিয়াসের সম্প্রতি দুবাই সফরে গিয়েছেন। কিন্তু দেশের মানুষ বিপর্যয়ের মধ্যে পড়ায় তিনি সেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন। তিনি টুইটারে বলেছেন, ‘‘ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে পড়া মানুষদের উদ্ধার কার্যে সেনাবাহিনী সবটুকু দিচ্ছে।’’ বিপর্যস্ত অঞ্চল দেখতে আসছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। পুলিশ ইতিমধে‌্যই স্কিয়াথোস দ্বীপসহ তিনটি অঞ্চলে যানবাহান নিষিদ্ধ করেছে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কবার্তা পাঠিয়েছে। যাতে নিচু অঞ্চলের বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান। উল্লেখ‌্য, প্রবল বৃষ্টির হাত থেকে রক্ষা পায়নি গ্রিসের রাজধানীও। সেখানকার বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে।

Mailing List