খড়্গপুর স্টেশনে কাজের জন্য বাতিল একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন, যাত্রাপথ সংক্ষিপ্ত মেমু প্যাসেঞ্জারের

খড়্গপুর স্টেশনে কাজের জন্য বাতিল একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন, যাত্রাপথ সংক্ষিপ্ত মেমু প্যাসেঞ্জারের
আনফোল্ড বাংলা প্রতিবেদন : খড়্গপুর স্টেশন ও এই সেকশনে করা হচ্ছে একাধিক কাজ। এই কাজ চলবে অন্তত দুদিন ধরে।এই কারণে এক গুচ্ছ এক্সপ্রেস ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল ও ইস্ট-কোস্ট রেল । এই কাজের জন্য যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে অনেকগুলি মেমু প্যাসেঞ্জার ট্রেনেরও।
রেলের তরফে জানানো হয়েছে ২১ ও ২২ তারিখে অন্তত ২৪টি ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় আছে করমণ্ডল এক্সপ্রস, যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেসের মতো দক্ষিণ ভারতগামী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। একই সঙ্গে রূপসী বাংলা, ধৌলি এক্সপ্রেস, হাওড়া বারবিল সহ অনেক ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-মুম্বাই , হাওড়া-তিরুচিলাপল্লী, হাওড়া রাঁচি, হাওড়া- ভুবনেশ্বর জন শতাব্দী সহ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি দুরপাল্লার ট্রেনের সময়েও পরিবর্তন করা হয়েছে।
জানানো হয়েছে ২১ ও ২২ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস বাতিল থাকবে। ওই দিনই শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস বাতিল থাকবে। শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস ২২ মে বাতিল থাকবে। ২২ মে বাতিল থাকবে হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস , সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। হাওড়া-ভদ্রক এক্সপ্রেস ২১ ২২, ২৩ মে বাতিল থাকবে। শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস ২২ মে বাতিল থাকবে।
এই সঙ্গে ২২ মে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে হাওড়া-খড়্গপুর মেমু ট্রেনের। এই ট্রেনগুলি ছাড়বে জকপুর থেকে।। খড়্গপুর –ভদ্রক ও খড়্গপুর-টাটা প্যাসেঞ্জার যথাক্রমে হিজলি ও কলাইকুন্ডায় থামবে।



