ভারতে অনুপ্রবেশ সাত বাংলাদেশি যুবকের

ভারতে অনুপ্রবেশ সাত বাংলাদেশি যুবকের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হলো সাত বাংলাদেশি যুবককে। গোপন সূত্রে খবর পেয় রাতে করণদিঘি থানার পুলিশ বিলাসপুরে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল। এরপরই সাত যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ভারতে প্রবেশের কোনও বৈধ ভিসা(Visa) নেই ওই যুবকদের। এরপরই পুলিশ তাদের অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম দবিরুল ইসলাম(৩২), রেজাউল করিম(৩৬), নারুজ্জমান মিয়াঁ(৩২), মহম্মদ রাইহান কবির(২২), মহম্মদ মনির হুসেন(১৯), মহম্মদ আসরাফুল(৩৬), মহম্মদ মেহেদি হাসান(২৯)। ধৃতদের বাড়ি বাংলাদেশের ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা ঠাকুরগাঁও, সাতক্ষিরা, কুরিগ্রাম কুমিল্লা জেলায়।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, বাংলাদেশে দালালের মাধ্যমে টাওয়ারের কাজ করতে ভারতে প্রবেশ করেন তারা। বাংলাদেশি (Bangladesh) দালাল তাদের ভারতের দালালের হাতে তুলে দিয়েছিল। ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।


