দ্বিতীয় সন্তানের জননী হলেন সেরেনা, কী নাম রাখলেন মেয়ের?

দ্বিতীয় সন্তানের জননী হলেন সেরেনা, কী নাম রাখলেন মেয়ের?
23 Aug 2023, 03:50 PM

দ্বিতীয় সন্তানের জননী হলেন সেরেনা, কী নাম রাখলেন মেয়ের?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ২০১৭ সালে সেরেনা ও অ্যালেক্সিসের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। অলিম্পিয়ার জন্মের প্রায় ৬ বছর পর সেরেনা দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন। সেরেনা ও তাঁর স্বামী অ্যালেক্সিস তাঁর দ্বিতীয় কন্যাসন্তানের নাম দিয়েছেন আদিরা রিভার ওহানিয়ান। ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে সপরিবারের ছবি দিয়ে সেরেনা সদ্যোজাতের নাম জানিয়েছেন।

অলিম্পিয়ার জন্মের প্রায় ছ'বছর পরে সেরিনার দ্বিতীয় সন্তানের জন্ম হল। তাঁর স্বামী অ্যালেক্সিস লিখেছেন, 'আমাদের বাড়ি এখন ভালবাসায় পরিপূর্ণ: মা এবং সদ্যোজাত মেয়ে দু'জনেই সুস্থ আছে।' প্রসঙ্গত, অলিম্পিয়ার জন্মের সময় অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই কোর্টে নেমে ট্রফি জিতেছিলেন সেরিনা। কিন্তু পরের সন্তানের ক্ষেত্রে সেই ঝুঁকি নেননি তিনি।

টেনিস রানির দ্বিতীয় সন্তান আগমনের খবর প্রকাশ হওয়ার পর পুরো বিশ্ব থেকে শুভেচ্ছা গিয়েছে সেরেনা ও অ্যালেক্সিসের জন্য। সেরেনার ইন্সটাগ্রাম পোস্টে জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন।

২৩ বারের একক গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এবং ১৪ বারের ডাবলস গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, উইলিয়ামস ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার তার অভিপ্রায় ঘোষণা করেছেন। ওপেন থেকে ছিটকে যাওয়ার পর খেলা থেকে অবসর নেন তিনি। তবে, সেরেনা অতীতে একটি শো চলাকালীন তার অবসর জীবন সম্পর্কে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি কখনই অনুভব করি না যে টেনিস থেকে অবসর নেওয়া অনেক দীর্ঘ সময়। আমি এখনও খেলা মিস করি। এই কথাটা সারাজীবন মনে রাখবো।

Mailing List