উত্তরবঙ্গে পর্যটনের উন্নয়নে আলাদা টাস্ক ফোর্স

উত্তরবঙ্গে পর্যটনের উন্নয়নে আলাদা টাস্ক ফোর্স
আনফোল্ড বাংলা প্রতিবেদন: উত্তরবঙ্গে পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে গঠিত হল 'নর্থ বেঙ্গল ট্যুরিজম প্রমোশন টাস্ক ফোর্স'। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি উত্তরবঙ্গ সফর করেন। সেখানে তিনি কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত নানা পক্ষের সঙ্গে বৈঠকে বসেন। উত্তরবঙ্গে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য কী করা উচিত, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এরপরেই উত্তরবঙ্গের জন্য আলাদা করে পর্যটন উন্নয়ন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
সদ্যগঠিত টাস্ক ফোর্সের কাজ হবে মূলত দু'টি। উত্তরবঙ্গে পর্যটন শিল্পের বিকাশের বিভিন্ন বাধা দূর করা ও ওই অঞ্চলে নতুন ট্যুরিস্ট স্পট খুঁজে বার করা। টাস্ক ফোর্সের চেয়ারপার্সনের পদে থাকবেন পর্যটন সচিব সৌমিত্র মোহন। অন্যান্য সদস্যের মধ্যে আছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের জেলাশাসক। এছাড়া আছেন রাজ্য সরকারের পরিবহণ দপ্তরের প্রতিনিধি, সেচ ও জলপথ দপ্তরের প্রতিনিধি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিনিধি, আইজি নর্থ বেঙ্গলের প্রতিনিধি, ডব্লুবিএসইডিসিএলের প্রতিনিধি, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির সিইও, সিআইআই নর্থ বেঙ্গলের চেয়ারম্যান ও ওই সংস্থার আরও একজন প্রতিনিধি, আইসিসি নর্থ বেঙ্গলের চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অব কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের রাজ বসু, হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সচিব সম্রাট সান্যাল, ইস্টার্ন হিমালয়াজ ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটার্সের সাধারণ সচিব সন্দীপন ঘোষ, বিশিষ্ট পর্বতারোহী জামলিং তেনজিং প্রমুখ।


