কাঁথির শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে সিনিয়র নক আউট স্কুল ফুটবল শুরু

কাঁথির শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে সিনিয়র নক আউট স্কুল ফুটবল শুরু
29 Sep 2023, 11:00 PM

কাঁথির শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে সিনিয়র নক আউট স্কুল ফুটবল শুরু

 

সুব্রত গুহ, পূর্ব মেদিনীপুর

 

কাঁথির শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সিনিয়র স্কুল নক আউট ফুটবল প্রতিযোগিতা শুক্রবার  উদ্ধোধন হলো। সিনিয়র নক আউট স্কুল ফুটবল প্রতিযোগিতায় বটতলা আনন্দময়ী হাইস্কুল, নয়াপুট সুধীর কুমার হাইস্কুল, মাউন্ট লিটেরা জি স্কুল, কন্টাই হাইস্কুল, কন্টাই টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠ, ক্ষেত্রমোহন বিদ্যাভবন,বাহিরী বি বি হাইস্কুল ও কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন এই আটটি স্কুল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। শুক্রবার নক আউট ফুটবল প্রতিযোগিতার উদ্ধোধন করেন বটতলা আনন্দময়ী হাইস্কুলের প্রধান শিক্ষক হৃশিকেষ দাস। সংগে ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, ক্রীড়া সম্পাদক পিনাকী দিন্দা, দুই সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা ও ইমরান আলি খাঁন। উদ্ধোধনী দিনে বটতলা আনন্দময়ী হাইস্কুল ও নয়াপুট সুধীরকুমার হাইস্কুল দুটি দল অংশ নেয়। খেলায় আনন্দময়ী হাইস্কুল ২-০ গোলে জয় লাভ করে । বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন কল্যাণ দাস। মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুপ্রকাশ গিরি সবাই কে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটি স্কুলকে জার্সি ও টিফিন দেওয়া হচ্ছে। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে নগদ ক্যাশ ও ট্রফি দেওয়া হবে। আগামী কালকের খেলা মাউন্ট লিটেরা জি স্কুল বনাম কন্টাই হাইস্কুল।

Mailing List