পর্যটনকেন্দ্র গাদিয়াড়ায় এবার সেলফি জোন

পর্যটনকেন্দ্র গাদিয়াড়ায় এবার সেলফি জোন
15 Nov 2022, 08:15 PM

পর্যটনকেন্দ্র গাদিয়াড়ায় এবার সেলফি জোন

 

সুলেখা চক্রবর্তী, গাদিয়াড়া

 

ভ্রমনপিপাসু বাঙালীর অন্যতম প্রিয় ঋতু শীতকাল। বড়সড় ট্যুর না হলেও সপ্তাহ শেষে শীতের রোদে নিজেকে সেঁকে নিতে কে না চায়। হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়া। রূপনারায়ণ, ভাগীরথীর সংযোগ স্থলে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্র বেশ কয়েক বছর ধরেই কার্যত ব্রাত্য। যদিও গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক বাসস্টান্ড। শ্যামপুর থেকে ছয় কিমি দূরত্ব হলেও বাগনান পয়েন্ট থেকে যান চলাচল কমে যাওয়ায় অতীতের গাদিয়াড়ার মতো আর পর্যটক আসে না।

এবার গাদিয়াড়াকে ঢেলে সাজানোর উদ্যোগ শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার গাদিয়াড়ায় শ্যামপুর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে গড়ে তোলা হয়েছে সেলফি জোন। আই লাভ গাদিয়াড়া শীর্ষক এই এলাকা ঘিরে তৈরী করা হবে সেলফি জোন। কিন্তু  কেন? এর উত্তরে শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালীপদ মন্ডল জানান, "নতুন প্রজন্ম মোবাইলে বুঁদ। কোথাও গেলে এখন সবাই সেলফি তুলতে চায়। কিন্তু সেলফি তুলতে গিয়ে বিপদও ঘটেছে বহু ক্ষেত্রে। গাদিয়াড়ায় বেড়াতে এসে অনেকেই নদীর তীরে নেমে সেলফি তোলেন। ফলে বিপদের আশঙ্কা থাকে।তাই সেলফি তোলার জন্য একটি নিরাপদ ও মনোরম স্থানের দাবী উঠেছিল পর্যটকদের মধ্য থেকে। এই ধরনের উদ্যোগ হাওড়া জেলায় এই প্রথম। উল্লেখ্য, সেলফি জোন নিয়ে আপাতত উচ্ছ্বসিত পর্যটকরা।

Mailing List