মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস পালন

মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস পালন
29 Sep 2023, 06:40 PM

মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস পালন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, মেদিনীপুর: মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে শুক্রবার সকালে যথোচিত মর্যাদায় পালিত হল শহীদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার ৮২ তম আত্মবলিদান দিবস।

প্রথমে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের সামনে অবস্থিত মাতঙ্গিনীর পূর্ণাবয়ব মূর্তিতে এবং পরে কর্ণেলগোলায় অবস্থিত আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য প্রদান ও পরে সংক্ষিপ্ত আলোচনা মধ্যদিয়ে বীরাঙ্গনা"গান্ধীবুড়ি" কে শ্রদ্ধা জানানো হয়।

  এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আঞ্চলিক ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক মন্টুরাম জানা, সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, কোষাধক্ষ্য ডাঃ অরূপ কুমার দাস,দুই সহ-সভাপতি অমিতাভ দাস,উত্তম রায়,  সহ-সম্পাদক তারাপদ বারিক,কার্যকরী কমিটির সদস্য সুদীপ কুমার খাঁড়া, দেবজিৎ জানা, শংকর চন্দ্র সেন সহ অন্যান্যরা।

Mailing List