মহাসচিব মহালক্ষ্য? প্রশ্ন অনেক, উত্তর মিলবে কখন?

মহাসচিব মহালক্ষ্য? প্রশ্ন অনেক, উত্তর মিলবে কখন?
22 Jul 2022, 11:15 PM

মহাসচিব মহালক্ষ্য? প্রশ্ন অনেক, উত্তর মিলবে কখন?

 

আনফোল্ড বাংলা বিশেষ প্রতিবেদন: সাতসকালেই বেরিয়েছিল ইডি-র টিম। এক দু’জন নয়, অন্তত তেরো জনের বাড়িতে হানা দেয়। এসএসি দুর্নীতি নিয়ে তদন্তের এটাও একটা অঙ্গ বলেই খবর। আর তা করতে গিয়ে দু’চার কোটি নয়, ২০ কোটি টাকা মিললো? তাও আবার সেই টাকা মিললো তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের বাড়ি থেকে।

সেই ঘটনার পর থেকেই একটি ছবিও বাইরাল হয়েছে। একটি পুজোয় তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমা‌ন শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সোশ্যাল মিডিয়া তোলপাড়।

শুক্রবার দিনভর তল্লাশি চালিয়ে শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২০ কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি)।

ইডির তরফে জানানো হয়েছে, এত টাকা উদ্ধার হতে পারে তা আন্দাজও করতে পারেননি তাঁরা। ফলে টাকা উদ্ধার হওয়ার পর ব্যাঙ্কের অফিসারদের ডাকা হয়েছে তা গোনার জন্য। ইডি-র বক্তব্য, স্কুল সার্ভিসে দুর্নীতির ফলে বেআইনিভাবে যে আয় হয়েছিল, সেই টাকাই লুকিয়ে রাখা ছিল অর্পিতার বাড়িতে। আরও তাত্‍পর্যপূর্ণ হল, অর্পিতার বাড়ি থেকে ২০ টি মোবাইল ফোনও উদ্ধার করেছেন ইডি কর্তারা। ওই ফোনগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ফোনগুলি থেকে কাদের সঙ্গে যোগাযোগ করা হত তা তদন্ত করে দেখবে ইডি ও সিবিআই।

অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যে পার্থবাবুর ঘনিষ্ঠতা রয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুঁসো চলছিল অনেক দিন ধরেই। কিন্তু উদ্ধার হওয়া টাকার পরিমাণ শুনে অনেকেই চমকে গিয়েছেন গোয়েন্দারা।

শুক্রবার সন্ধেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের  নিয়োগ দুর্নীতির সূত্রে এদিন পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। একই ভাবে তল্লাশি চালানো হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য, প্রাইমারি শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, পার্থবাবুর প্রাক্তন ও এসডি পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও।

কিন্তু প্রশ্ন হল, মহাসচিবের ক্রেত্রে বারবার এমন হচ্ছে কেন? তা নিয়ে কিন্তু সরাসরি দলের নেত্রীর কাছ থেকে আলাদা করে কোনও উত্তর মেলেনি। নিজের ঘর তো ছেড়েই দেওয়া গেল। সেখানে কী পাওয়া গিয়েছে ইডি কিছু বলেনি। তবে পশ্চিম মেদিনীপুরের পিংলাতে যে স্কুল তা যে তাঁর বানানো তার অনেক প্রমাণ মিলেছে। সেটা কী শুধুই স্কুল। নাকি পুরনো দিনের রাজ প্রাসাদ?

হঠাৎ এত প্রত্যন্ত গ্রামে এমন করলেন কেন? শিল্প মন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকেও এটা করার পিছনে কোনও বড় কারণ থাকতে পারে। কিন্তু এবার যেটা দেখা গেল সেটা আরও মারাত্মক। পিংলার স্কুলও কী তবে হিমশৈলের চুড়া? আরও কী তাহলে অর্পিতার মতো অনেক বাড়ি রয়েছে? এসব প্রশ্নের উত্তর মিলতে সময় লাগবে। তবে দল এখনও এ নিয়ে কিছু বলেনি। এসএসসি দুর্নীতির গভীরতা কী ধীরে ধীরে উদ্ঘাটন হতে চলেছে? সোশ্যাল মিডিয়াতে বিরোধী দল কিন্তু তোলপাড় তুলেছে।

অন্যদিকে এদিনই দলের মহাসচিবের বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর জিজ্ঞাসাবাদও করা হয়। তার জেরে তিনি অসুস্থও হয়ে পড়েন। সূত্রের খবর, ফের রাতে আবারও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন ইডি-র পদস্থ আধিকারিকরা। এখন দেখার শেষ পর্যন্ত জল কোথায় গড়ায়।

Mailing List