‘গোপন অঙ্গ আবিষ্কার’! তাও আবার মানব শরীরে

‘গোপন অঙ্গ আবিষ্কার’! তাও আবার মানব শরীরে
11 Jan 2023, 06:45 PM

‘গোপন অঙ্গ আবিষ্কার’! তাও আবার মানব শরীরে

আনফোল্ড বাংলা প্রতিবেদন: মানব শরীরের বাহ্যিক অঙ্গগুলো আমাদের সকলেরই জানা। তেমনি অভ্যন্তরীণ অঙ্গগুলো সম্পর্কে জানা রয়েছে চিকিৎসকদের। কিন্তু চমকপ্রদ তথ্য হচ্ছে, মানব শরীরের অভ্যন্তরে এমন একটি গোপন অঙ্গ রয়েছে, যা চিকিৎসকদের কাছে এতদিন অজানা ছিল।

নেদারল্যান্ডসের বিজ্ঞানীদের এক দল প্রস্টেট ক্যানসারের বিষয়ে গবেষণা করার সময় আচমকাই খুঁজে পান ওই অঙ্গ। ‘নেদারল্যান্ডস ক্যানসার ইনস্টিটিউটে’র ওই গবেষকরা গলার উপরের দিকে হাজার হাজার আণুবীক্ষণিক লালা গ্রন্থি দেখতে পেয়েছেন। গ্রন্থিগুলির তারা নামকরণ করেছেন ‘টিউবারিয়াল লালা গ্রন্থি’। ১০০ জনের উপর পরীক্ষা চালিয়ে নিশ্চিত হয়েছেন নাকের পিছনে থাকা প্রায় দেড় ইঞ্চি লম্বা একজোড়া লালাগ্রন্থির। যা সন্নিহিত অঞ্চলকে শুষ্কতার থেকে রক্ষা করে।

গবেষকদের দাবি, এই গ্রন্থির আবিষ্কার ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে। আগামী দিনে বিজ্ঞানীরা এই লালা গ্রন্থিগুলির সম্পর্কে সচেতন থাকলে ক্যানসারে  রেডিয়েশনের সময় রোগীদের পার্শ্বপ্রতিক্রিয়া কমবে।

Mailing List