নতুন এক ব্যাঙের প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যার সাথে মিল কানেকশন রয়েছে 'লর্ড অফ দ্য রিংস' ছবির!

নতুন এক ব্যাঙের প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যার সাথে মিল কানেকশন রয়েছে 'লর্ড অফ দ্য রিংস' ছবির!
27 Feb 2023, 06:42 PM

নতুন এক ব্যাঙের প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যার সাথে মিল কানেকশন রয়েছে 'লর্ড অফ দ্য রিংস' ছবির! 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ব্যাঙের একটি নতুন প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা। নতুন স্ট্রিম ফ্রগ প্রজাতির এই ব্যাঙের পায়ের আঙুলে রয়েছে সোনালি দাগ। ব্যাঙটির চোখ হাল্কা গোলাপি বর্ণের। প্রথমবার দেখার পরেই গবেষকরা ব্যাঙটির সঙ্গে 'লর্ড অফ দ্য রিংস' ফিল্মের কানেকশন পেয়ে গিয়েছেন। সেই 'লর্ড অফ দ্য রিংস' এবং 'দ্য হবিট'-এর লেখকের নাম জে আর. আর. টলকিয়েন (J. R. R. Tolkien)। জনপ্রিয় সেই লেখকের নাম অনুসারেই ব্যাঙটির নামকরণ করে Hyloscirtus Tolkieni রাখা হয়েছে।

ইকুয়েডরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োডাইভার্সিটি-র সহযোগী গবেষক দিয়েগো এফ বললেন, "আশ্চর্য এক রং রয়েছে এই নতুন প্রজাতির ব্যাঙটির। দেখলে মনে হচ্ছে যেন কল্পনার জগতে বাস করে। ঠিক যেভাবে টলকিয়েন তাঁর উপন্যাসে এটি তৈরি করেছিলেন।" গত ১৯শে জানুয়ারি এই 'লর্ড অফ দ্য রিংস' ব্যাঙ সম্পর্কে গবেষণাপত্রটি প্রকাশিত হয়। ওই গবেষক জানিয়েছেন, ব্যাঙটি ২.৬ ইঞ্চি লম্বা, এর শরীরে ধূসর এবং কালো দাগ রয়েছে। তবে তার গলা ও পেট সোনালি রঙের।

কোথায় সন্ধান মিলল এই ব্যাঙের?

এই ব্যাঙের চোখ গোলাপি এবং আইরিস কালো রঙের। প্রথমবার দেখার পর গবেষকরা এটিকে কাল্পনিক জগতের প্রাণী বলে মনে করেন। রিও নেগ্রো-সোপালাডোরা ন্যাশনাল পার্কে বিজ্ঞানীরা এই ব্যাঙটিকে প্রথম বার দেখতে পান। ওই পার্কটি প্রায় ১৮৫,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত। অন্যান্য স্ট্রিম ফ্রগ প্রজাতির মতো এটিও খুব উঁচুতে বসবাস করে। তাছাড়াও এই ব্যাঙগুলি সবুজ গাছপালাকে সুরক্ষিতও রাখে।

কীভাবে সন্ধান মিলল এই ব্যাঙের?

এই গবেষণার সবযোগী গবেষক হুয়ান কার্লোস দাবি করেছেন, কয়েক সপ্তাহ ধরে আমরা জাতীয় উদ্যানে অনেক বার ঘুরেছি। আমরা এটিকে ৩,১০০ মিটার উচ্চতায় প্যারামো গ্রাসল্যান্ড থেকে ১০০০ মিটার উচ্চতায় বনে খুঁজে পেয়েছিলাম। এখনও পর্যন্ত এই প্রজাতির ব্যাঙ আমরা একটি মাত্রই খুঁজে পেয়েছি। এর অদ্ভুত রং এবং আকার আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। ২০২০ সাল থেকে বিজ্ঞানীরা ইকুয়েডরের এই অঞ্চলে নতুন প্রজাতির প্রাণীজগতের অনুসন্ধান করে চলেছেন। তারপর থেকে সেখানে একাধিক নতুন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে।

Mailing List