সাপের বিষের তেজ কতটা ভয়ঙ্কর হবে তা কার উপর নির্ভর করে জানেন? সাপ ইঁদুর খেলো না ব্যাঙ, টিকটিকি নাকি পাখি, তার ওপর!
ধরা যাক একটি সাপ একরাতে ১০ টি ইঁদুর খেলো। কিন্তু সেই সাপের বন্ধু সাপ দুটো ব্যাঙ, দুটো ইঁদুর, দুটো গিরগিটি, আর চারটে বড়ো পোকা খেলো। এক্ষেত্রে বন্ধু সাপের বিষের বাহার অনেকটা বেশি হবে।