School News: আপনি কি বাচ্চাকে স্কুল থেকে আনতে যান? তাহলে খুব সাবধান! রায়গঞ্জের এই ঘটনা শিক্ষা দেবে সকলকে

School News: আপনি কি বাচ্চাকে স্কুল থেকে আনতে যান? তাহলে খুব সাবধান! রায়গঞ্জের এই ঘটনা শিক্ষা দেবে সকলকে
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ স্কুল ছুটির পর বাবা মা আনতে যান। কখনও বা তারা না যেতে পারলে বাড়ির লোককে পাঠান। তবে রায়গঞ্জের এক নামী স্কুলের এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলে (School) তৃতীয় শ্রেণীর ছাত্র স্কুলে গেলে, স্কুল ছুটির সময় একজন অপরিচিত ব্যক্তি ওই ছাত্রকে আটকে তাঁকে নিয়ে যেতে চায়। যদিও উপস্থিত বুদ্ধির জেরে সেই পড়ুয়া সেদিন ওই অপরিচিত ব্যক্তির হাত থেকে নিজেকে বাঁচিয়ে ফিরে আসে। আর এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে।
এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে স্কুলের গেটের সামনে এই ধরনের ঘটনা নিয়ে স্কুলের প্রিন্সিপাল (Principal)ড্যানিয়াল ঢুডু জানান, এই বিষয়ে অভিভাবকরা স্কুলে জানিয়েছেন। খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।


