ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, মেক্সিকোতে ভয়ঙ্কর হত‌্যালীলা

ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, মেক্সিকোতে ভয়ঙ্কর হত‌্যালীলা
27 Sep 2023, 06:00 PM

ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, মেক্সিকোতে ভয়ঙ্কর হত‌্যালীলা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খণ্ডখণ্ড মৃতদেহ। সংখ‌্যায় প্রায় একডজন। যদিও ঠিক কত মৃতদেহ পরে রয়েছে, তা নির্ণয় করা যায়নি। শুধুমাত্র অনুমানের ভিত্তিতেই প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, মৃতদেহের সংখ‌্যা বারো হতে পারে। এমনই বীভৎস ঘটনার সাক্ষী উত্তর মেক্সিকোর শিল্পকেন্দ্র মন্টেরি। মঙ্গলবার উত্তর মেক্সিকোর বিখ‌্যাত শিল্পকেন্দ্র মন্টেরি ও তার আশপাশের এলাকা থেকে খণ্ডখণ্ড মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কিছু মৃতদেহ আবার প্লাস্টিকের ব‌্যাগের মধ্যে করে কেউ বা কারা ফেলে দিয়ে গেছে। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, কমপক্ষে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচটি ব‌্যাগ পাওয়া গেছে, যার মধ্যে টুকরো টুকরো করে কাটা দেহাংশ রয়েছে। নুয়েভো লিওন প্রদেশের নিরাপত্তা বিষয়ক প্রধান জেরার্ডো পালাসিওস জানিয়েছেন, ড্র‌াগ পাচারকারীদের মধ্যে সংঘর্ষেই সম্ভবত এই হত‌্যালীলা সংগঠিত হয়েছে। দুই দলের মধ্যে ঝামেলায় খুন হয়েছে এই মৃত ব‌্যক্তিরা। তবে কে বা করা এই ঘটনা ঘটিয়েছে, তার তদন্ত চলছে। প্রাথমিকভাবে অনুমান, দুই মাফিয়া গ‌্যাংয়ের মধ্যে সংঘর্ষেই এই নারকীয় ঘটনা ঘটেছে। যদিও মেক্সিকোকে এই ধরনের  ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার ‘গ‌্যাং ওয়ার’-এ মানুষ মারা গেছে।

Mailing List