সরস্বতী পুজো জমবে এবার সেন্ট্রাল জেলে, পুরোহিত দুই ভটচায আর ফিতে কাটবেন পার্থ, কাদের করলেন কটাক্ষ মীনাক্ষী

সরস্বতী পুজো জমবে এবার সেন্ট্রাল জেলে, পুরোহিত দুই ভটচায আর ফিতে কাটবেন পার্থ, কাদের করলেন কটাক্ষ মীনাক্ষী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সরস্বতী পুজোর সময় পাড়ায় পাড়ায় পুরোহিতদের পাওয়া দায় হয়ে যায়। বহু সময় দেখা যায় ঠাকুরমশাইকে বগলদাবা করে তুলে নিয়ে এসে মন্ডপে বসিয়ে পুজো করাতে হয়। তবে সেন্ট্রাল জেলে পুরোহিতের অভাব নেই। ওখানে সরস্বতী পূজা এবার দারুন জমবে। এভাবেই তীব্র কটাক্ষ করলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
সাধারণত লক্ষ্মীপূজা, সরস্বতী পুজোয় দেখা যায়, প্রচুর সংখ্যায় পুজো হওয়ার কারণে পুরোহিতদের পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি হয়। সঠিক সময়ে অনেক পুরোহিত বহু জায়গায় কথা দিলেও উপস্থিত হতে পারেন না। আর ঠিক এই প্রসঙ্গটি এদিন বনগাঁর সভা থেকে তুলে ধরলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে শুধু যে তুলে ধরেছেন তা নয়, এই ঘটনাটির মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের আধিকারিক যারা জেলবন্দী রয়েছেন, তাদেরকে কটাক্ষ করলেন তিনি। বনগাঁর গোপালনগর এর সভা থেকে ডিওআইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় আরো বলেন, সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো এবার দারুন জমবে। দুই ভট্টাচার্য বামুন আছেন, সুবিরেশ আর মানিক, ওরা পুজো করে দেবেন আর ফিতে কেটে দেবেন পার্থ চট্টোপাধ্যায়।
এরপরেই হুঁশিয়ারির সুরে মীনাক্ষী বলেন, পঞ্চায়েত নির্বাচনে বাম প্রার্থীরা যাতে মনোনয়ন পেশ করতে পারেন তার জন্য যুব বাম কর্মীরা পাহারাদারের কাজ করবে। রুখতে আসলে লড়াই এর বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূলকে নিশানা করে বলেন, আমাদের লোকদের অনেকেই হুমকি দিচ্ছে। বেশি ট্যা ফো করলে জব কার্ড নাকি বাতিল করে দেবে, আবাস যোজনার নাম বদলে দেবে। তাদের বলছি বেশি ট্যা ফো করবেন না। আমরাও টেংরি খুলে নিতে জানি। আর এই প্রসঙ্গেই বাগদার তৃণমূল নেতা এবং বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, সিপিএমের টেংরি বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে খুলে নিয়েছে। বিধানসভায় ওরা শূন্য। তাই হতাশার থেকে এসব বলছেন।


