সরস্বতী পুজোয় প্রেসক্লাবের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা মেদিনীপুরে

সরস্বতী পুজোয় প্রেসক্লাবের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা মেদিনীপুরে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে মেদিনীপুরে শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৩। এই প্রদর্শনী চলবে আগামী তিনদিন। মেদিনীপুর শহরের কলেজ স্কয়ারের পঞ্চুরচকে শুরু হলো এই প্রদর্শনী।
উদ্যোক্তারা জানিয়েছেন, করোনা কাল পেরিয়ে এই প্রদর্শনী এই বছর ১০ম তম বর্ষে পা দিল। আগেই শুরু হয়েছিল ছবি সংগ্রহ। এবছর জমা পড়েছিল তিনশোরও বেশি ছবি। এই ছবির মধ্যে ১৮০ টি ছবি বাছাই করা হয় প্রদর্শনীর জন্য। মূলত প্রকৃতি বিভাগ ও জীবন বিভাগ এই দুই বিভাগের ছবি সংগ্রহ করা হয়। সংগৃহীত ছবিগুলির মধ্যে দুটি বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছবিগুলিকে বেছে নেওয়া হয় এবং পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী, পুলিশ সুপার দীনেশ কুমার সহ অন্যান্য আধিকারিকেরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর শুভ সূচনা করেন জেলাশাসক আয়েশা রানী। এরপর জেলাশাসক ও পুলিশ সুপারের মুখ দিয়ে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। তবে এই প্রদর্শনীর প্রথম দিনেই সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ে।


