স্বপ্নপূরণ হল স্বপ্ন প্রকাশন এবং সৌনীতা ফেসবুক কালচারাল পেজের, প্রকাশ পেল বহু নতুন বই  

স্বপ্নপূরণ হল স্বপ্ন প্রকাশন এবং সৌনীতা ফেসবুক কালচারাল পেজের, প্রকাশ পেল বহু নতুন বই   
17 Sep 2023, 02:00 PM

স্বপ্নপূরণ হল স্বপ্ন প্রকাশন এবং সৌনীতা ফেসবুক কালচারাল পেজের, প্রকাশ পেল বহু নতুন বই

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সম্প্রতি স্বপ্ন প্রকাশন এবং সৌনীতা ফেসবুক কালচারাল পেজ আয়োজিত স্বপ্ন পূরণ ২৩ এ প্রকাশিত হলো একাধিক লেখক লেখিকার একক বই। তারই সঙ্গে ঘটলো স্বপ্ন প্রকাশনার আত্মপ্রকাশ। সঙ্গে ছিল একাধিক ফেসবুক কালচারাল পেজের পারফরম্যান্স।

উপস্থিত ছিলেন বহু কবি-লেখক। আরণ্যক বসু, আসামের লেখক ডঃ মিনাক রায়, লেখিকা বন্যা কর লেখক রণিত ভৌমিক, লেখক আকাশ পাইন এবং কবি কৌশিক গাঙ্গুলি।

গোটা অনুষ্ঠানটির আয়োজক ছিলেন স্বপ্ন প্রকাশনার কর্ণধার এবং সৌনীতা ফেসবুক পেজের ফাউন্ডার সৌমজিৎ ব্যানার্জী। তাঁর সাহায্যে ছিলেন শিপ্রা পাত্র, অরিত্র চ্যাটার্জী, কৌশিকী চক্রবর্তী সহ সুহানি দত্ত। এই ধরণের অনুষ্ঠান নতুন কবি ও লেখকদের উৎসাহ জোগাবে বলেই মনে করেন উদ্যোক্তারা।

Mailing List