খেতাবের খুব কাছে সানিয়া মির্জা

খেতাবের খুব কাছে সানিয়া মির্জা
25 Jan 2023, 10:20 PM

খেতাবের খুব কাছে সানিয়া মির্জা

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: কেরিয়ারে শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার পেশাদার টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম। তাই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হলেও বোপান্নাকে নিয়ে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সেরা মহিলা টেনিস খেলোয়াড়। বুধবার ১ ঘন্টা ৫১ মিনিটের লড়াইয়ে সানিয়া-রোহন জুটি হাসলেন শেষ হাসি। তৃতীয় বাছাই জুটির বিপক্ষে প্রথম সেট টাইব্রেকারে জেতেন সানিয়ারা। দ্বিতীয় সেটে একইভাবে সমতা ফিরে পান স্কুপস্কি-ক্রাউকজিক। অবশেষে খেলা গড়ায় সুপার টাইব্রেকারে। সেখানে বাজিমাৎ করেন ভারতীয় জুটি।

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৬ (৫) সেট জিতে নেন সানিয়ারা। দ্বিতীয় সেটেও লড়াই টাই ব্রেকারে গড়ায়। তবে একই স্কোরলাইনে ক্রাকচিক ও স্কুপস্কি দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরে আসেন। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে।খেলার ফল সানিয়াদের পক্ষে ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬।সানিয়া এবারও খেতাব পেলে ১৩ বছর পরে ফের চ্যাম্পিয়ন হবেন। শুধু তাই নয়, টেনিস কেরিয়ারের শেষে এসে জ্বলে উঠেছেন তিনি। রোহনের সঙ্গে এর আগেও তিনি জুটিতে সাফল্য পেয়েছেন, এবারও তিনি ঝলসে উঠে প্রতিপক্ষকে কাবু করে দিয়েছেন। গ্র্যান্ড স্ল্যাম জিতে পেশাদার টেনিসকে বিদায় জানানোর থেকে ভালো কিছুই হতে পারে না ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্লের জন্য।

Mailing List