গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
আনফোল্ড বাংলা প্রতিবেদন : গুরুতর অসুস্থ বর্ষীয়ান সঙ্গীতশিল্পী ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বুধবার রাত থেকে তাঁর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট বাড়তে থাকে । তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে। নবতিপর এই শিল্পীকে তাঁর গৃহচিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় । তাঁর লেক গার্ডেনসের বাড়ি থেকে গ্রিন করিডর করে কলকাতা পুলিসের অ্যাম্বুলেন্সে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
সেখানে তিনসদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তন্দ্রাচ্ছন্ন রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর চিকিৎসার ভার নিয়েছে রাজ্য সরকার।
তাঁকে এই বছর পদ্মশ্রী পুরস্কার দিতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু ওই পুরষ্কার নিতে অস্বীকার করেছেন তিনি।



