sachin tendulkar- আইপিএলের জন্যই ক্রিকেটারদের মধ্যে নানা পরিবর্তন এসেছে, মনে করেন সচিন তেন্ডুলকর

আইপিএলের জন্যই ক্রিকেটারদের মধ্যে নানা পরিবর্তন এসেছে, মনে করেন সচিন তেন্ডুলকর
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ক্রিকেট ইতিহাসে আইপিএলের ভূমিকা কী? এ বিষয়ে নানা জন নানা মত প্রকাশ করেছেন। এবার এ বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের মতে, আইপিএল ক্রিকেটের অনেক উন্নয়ন ঘটিয়েছে। ক্রিকেটারদের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই তিনি দাবি করেন।
একটি সর্বভারতীয় সংবাদপত্রে তাঁর এই মতামত প্রকাশিতও হয়েছে। যেখানে তিনি পরিষ্কার ভাবে জানিয়েছেন, আইপিএলের কারণেই ঘরোয়া ক্রিকেটাররাও আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সঙ্গে খেলার সূযোগ পাচ্চেন। মত বিনিময় করতে পারছেন। ফলে অনেক কিছু সহজে শিখতে পারছেন। আগে যার সূযোগ ছিল না।
আইপিএলে বিভিন্ন দেশের ক্রিকেটাররা একটি দলে থাকে। ফলে বিভিন্ন ঘরানা মিলেমিশে একাকার হয়ে যায়। আর সেটাই ক্রিকেটারদের উন্নতি ঘটাতে সাহায্য করে বলেই অভিমত এই প্রাক্তন ক্রিকেটারের।



