চন্দ্রযান ৩-র সফল উৎক্ষেপণ, বিজ্ঞানীদের শুভেচ্ছা সচিনের

চন্দ্রযান ৩-র সফল উৎক্ষেপণ, বিজ্ঞানীদের শুভেচ্ছা সচিনের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: চন্দ্রযান তিনের সফল উৎক্ষেপণের পর দেশ থেকে শুভেচ্ছাবার্তা ভেসে এসেছে ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে। তাদের তালিকায় থেকে বাদ যাননি কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। তিনি টুইটে শুভেচ্ছা জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের।
সচিন টুইট করে লিখেছেন, “ইসরোর পে লোডে ১৪০ কোটি দেশবাসী স্বপ্ন, গর্ব এবং বিশ্বাস রয়েছে। চন্দ্রযান-৩ এর উত্ক্ষেপণ আমাদের সবার হৃদয়কে গর্বে ভরিয়ে দিয়েছে। সব বিজ্ঞানীদের তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানাই। দেশবাসীর জন্য আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। জয় হিন্দ।”
চাঁদের দক্ষিণ পৃষ্ঠে আঁধার অঞ্চলে অবতরণ করবে চন্দ্রযান-৩। এই অঞ্চল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়নি অন্য কোনও দেশ। চাঁদের এই অঞ্চলের গঠন, তাপমাত্রা নিয়ে, আবহাওয়া নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে চন্দ্রযান-৩।
চন্দ্রযান-২-এর ব্যর্থতা ভুলে চন্দ্রযান ৩ ইতিহাস লিখতে চাইছে।ইসরো এবার সাফল্য আনতে কোমর বেঁধেছে। চন্দ্র মিশনকে সাফল্যের ঠিকানায় পৌঁছে দিতে আগেভাগে সব প্রস্তুতি সেরে রেখেছে ইসরো। এবার ইসরো ভূ-রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে মহাকাশ অর্থনীতির সুবিধা নিতে চায় ভারত। সেই লক্ষ্যেই এবার চন্দ্রযান-৩ পাড়ি দিল চাঁদের উদ্দেশে।
শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-থ্রির উৎক্ষেপণ। আগের দিন তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা। লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান তিনের উৎক্ষেপণ অবতরণ করলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত।
চন্দ্রযান ২ অভিযান ব্যর্থ হয়েছিল। ২০১৯ সালে সেই অভিযান ব্যর্থ হওয়ার পর ভেঙে পড়েছিল গোটা দেশ। এবার মাঝে চার বছরের প্রস্তুতি। প্রস্তুতি সেরে নেমেছে ইসরো।


