চাঁদের পথে রাশিয়ার লুনা-২৫, কোন চন্দ্রযান আগে মাটি ছোবে চাঁদের?

চাঁদের পথে রাশিয়ার লুনা-২৫, কোন চন্দ্রযান আগে মাটি ছোবে চাঁদের?
11 Aug 2023, 07:00 PM

চাঁদের পথে রাশিয়ার লুনা-২৫, কোন চন্দ্রযান আগে মাটি ছোবে চাঁদের?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কোন চন্দ্রযান সবার আগে চাঁদের মাটি ছোঁবে? এই নিয়ে হঠাৎই শুরু হয়ে গেল প্রতিযোগিতা। ১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল ইসরোর চন্দ্রযান-৩। মস্কো সূত্রে খবর, শুক্রবারই রাশিয়ার তৈরি চন্দ্রযান লুনা -২৫ চাঁদের উদ্দেশে রওনা হতে চলেছে। এবং তাদেরও গন্তব‌্য চাঁদের দক্ষিণ মেরু। উল্লেখ‌্য, ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ ও চাঁদের দক্ষিণ মেরুর দিকেই যাচ্ছে।

রাশিয়া সূত্রে খবর, লুনা-২৫ ও চন্দ্রযান-৩ এর সঙ্গে প্রায় একইসময়ে চাঁদের মাটিতে অবতরণ করবে। সেক্ষেত্রে কাজের মহাকাশযান সবার আগে চাঁদের মাটি ছোঁয় তা নিয়ে তৈরি হয়েছে প্রতিযোগিতা। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, উৎক্ষেপণের দিন পাঁচেকের মধ‌্যেই চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে তাদের মহাকাশযান। তাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে, ২৩ আগস্ট চাঁদে পা রাখবে লুনা-২৫। ওই দিনই ভারতের তৈরি মহাকাশযান চন্দ্রযান-৩-ও চাঁদের মাটিতে পা রাখবে। চাঁদের দক্ষিণ মেরু এখনও অনাবিষ্কৃত। এর আগে যত অভিযান হয়েছে, সবকটিই হয়েছে উত্তর গোলার্ধে। দক্ষিণ মেরু সবসময় অন্ধকারে ঢাকা। সূর্যে আলো সেখানে পড়ে না। পুরু বরফের চাদরে আচ্ছাদিত। এই অংশটি অত‌্যন্ত দুর্গম। সেই কারণে এই অংশে কোনও অভিযান এখনও পর্যন্ত সফল হয়নি। চারবছর আগে ভারতের চন্দ্রযান-২ ল‌্যান্ডিংয়ের সময়ে ব‌্যর্থ হয়েছিল। রাশিয়া জানিয়েছে, ল্যান্ডিংয়ের সময় প্রায় এক হলেও ভারতের চন্দ্রযান--এর পথে রুশ ল্যান্ডার কোনও বাধা তৈরি করবে না। চন্দ্রযান-৩ ও লুনা-২৫-এর একে অপরের সঙ্গে আঘাতের কোনও সম্ভাবনা নেই। চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর আগে যদি লুনা-২৫ সফল ভাবে অবতরণ করতে পারে, তবে ইতিহাস তৈরি হবে। দক্ষিণ মেরুর সফল অভিযানের কৃতিত্ব সে ক্ষেত্রে যাবে রাশিয়ার দখলে।

Mailing List