আমজনতার স্বার্থ জলাঞ্জলি দিয়ে আদানি, আম্বানিদের হয়ে কথা বলছে দেশের শাসকদল: ঐশী ঘোষ

আমজনতার স্বার্থ জলাঞ্জলি দিয়ে আদানি, আম্বানিদের হয়ে কথা বলছে দেশের শাসকদল: ঐশী ঘোষ
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
ভারতের ছাত্র ফেডারেশনের (এস.এফ.আই) ৫০ বৎসর পূর্তিতে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে রবিবার একটি জনসভা অনুষ্ঠিত হল এস.এফ.আই- এর পক্ষ থেকে। ওই জনসভায় উপস্থিত ছিলেন দিল্লির JNU আন্দোলনকারী এস.এফ.আই- নেত্রী ঐশী ঘোষ। এদিনের এই জনসভার পূর্বে পুরুলিয়া শহরজুড়ে বিশাল একটি মিছিল অনুষ্ঠিত হয় ৫০ বছর পূর্তি উপলক্ষে। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে ঐশী ঘোষ বলেন, "গোটা দেশে পঞ্চাশ বছর ধরে এস.এফ.আই লড়ছে। এই লড়াই থামবে না। আরএসএস, বিজেপি সাম্প্রতিক সময়ে শিক্ষার সর্বনাশ করেছে। ঐশীর অভিযোগ, আজ দেশের পার্লামেন্টে আমজনতার স্বার্থ জলাঞ্জলি দিয়ে আদানি, আম্বানিদের হয়ে কথা বলছে দেশের শাসকদল। এছাড়াও তিনি আরও অভিযোগ করেন যে, কৃষকদের সর্বনাশ করেছে বিজেপি সরকার। অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার না করলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

