নিজের শহরে রাজকীয় বরণ প্রজ্ঞানন্দ, কলকাতায় আসছেন বিশ্বকাপ রানার্স আপ

নিজের শহরে রাজকীয় বরণ প্রজ্ঞানন্দ, কলকাতায় আসছেন বিশ্বকাপ রানার্স আপ
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: নিজের শহরে ফিরলেন প্রজ্ঞানন্দ। বিমানবন্দরে তাকে অল ইন্ডিয়া চেস ফেডারেশন ও রাজ্য সরকারের প্রতিনিধি দল অভ্যর্থনা জানায়। বিমানবন্দর থেকে বেরিয়ে এরপর তিনি যান রাজ্য প্রশাসন ভবনে। সেখানে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও ক্রীড়া মন্ত্রী উদয়নিধির স্ট্যালিনের সঙ্গে। সেখানে তারা প্রজ্ঞানন্দকে অভ্যর্থনা জানিয়ে তাকে ৩০ লক্ষ টাকা পুরস্কৃত করেন।
বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে টাটা স্টিল চেস ইন্ডিয়া। বুধবার বাইপাসের ধারে একটি হোটেলে হল টুর্নামেন্টের ড্র। চলতি বছরে পুরুষ ও মহিলা বিভাগে সমান পুরস্কার মূল্য দেওয়া হবে। ৪১ হাজার ডলার চ্যাম্পিয়ন কে দেওয়া হবে। এশিয়ান গেমসের জন্য কলকাতাতে শুরু হয়েছে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। শারীরিক অসুস্থতার জন্য প্রজ্ঞার দিদি আর বৈশালী এই শিবিরে অংশ নিতে পারছেন না। মহিলা বিভাগে হাম্পি ছাড়া অংশ নিচ্ছেন ভারতীয়দের মধ্যে হারিকা ড্রোনাভিলি, শবিতা শ্রী র মতো দাবাড়ুরা , যারা এশিয়ান গেমসে ভারতীয় দলে রয়েছেন। পুরুষ বিভাগে এই টুর্নামেন্টে অংশ নেবেন প্রজ্ঞানন্দ।
এদিকে মেয়েদের প্রথম গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি বলেন, 'এশিয়ান গেমস এবার যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। টুর্নামেন্টের ফরম্যাট বদলে গিয়েছে। ২০০৬ সালে আমরা মিক্সড গ্রুপে খেলেছিলাম। কিন্তু এবার ছেলেদের এবং মেয়েদের ইভেন্ট আলাদা হয়ে গিয়েছে। আমি মেয়েদের টিম ইভেন্ট এবং ব্যক্তিগত ইভেন্টে অংশ নেব। একটা ক্লাসিক্যাল, অন্যটা ব়্যাপিড। তাই চ্যালেঞ্জিং হবে। তবে আমাদের দল ভাল। তরুণ দাবাড়ুরা রয়েছে।'


