স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধায় রয়্যাল অ্যাকাডেমি'র স্বাধীনতা দিবস উদযাপন
স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধায় রয়্যাল অ্যাকাডেমি'র স্বাধীনতা দিবস উদযাপন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: “ম্যায় নয়া ভারত কা চেহরা হু / ম্যায় বিটি কী মুসকান মেহু / ম্যায় নারী কে সম্মান যে হু/বিজ্ঞান যে অউর কিষাণ মে হু/হর বীর মে অউর জওয়ান মেহু / ম্যায় সীমাও কা পেহরা হু......” অমিতাভ বচ্চনের ব্যারিটোন কণ্ঠস্বর থেকে প্রাঞ্জল বিশ্বাসের হৃদয়স্পর্শী কন্ঠে " একবার বিদায় দে মা ঘুরে আসি ........” সহ বাংলা-হিন্দি বিভিন্ন দেশাত্মবোধক গানের সাথে ছাত্র-ছাত্রীদের নৃত্যাভিনয়ে ৭৭তম স্বাধীনতা দিবসের সকালে র্যাল অ্যাকাডেমির প্রাঙ্গণ দেশপ্রেমের আবেগ ও উচ্ছ্বাসে ভরে গেল।
এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রয়্যাল অ্যাকাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলই। অতিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার প্রতিমা দে. বিপ্লবী সব্যসাচী পত্রিকার সম্পাদক নিশীথ কুমার দাস, আয়ুশের জেলা মেডিক্যাল অফিসার ডাঃ বিশ্বরূপ মণ্ডল, ডাঃ দিলীপ পান, আনিশা স্কুল ফর যোগা কালচারের অধ্যক্ষ অলোক কুমার পাল, রয়্যাল অ্যাকাডেমির সম্পাদক ভক্তি দোলই. জন শিক্ষণ সংস্থানের ডিরেক্টর ভীষ্ম প্রতিম অধিকারী, ড. রজনীকান্ত দোলই মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি মেরী দোলই, সমাজসেবী বরুণ বিকাশ দে প্রমুখ। পতাকা উত্তোলনের পর ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রীদের তৈরি মানব পিরামিড ও সমবেত যন্ত্র সঙ্গীতও সকলের প্রশংসা পায়। দেশাত্ববোধক নৃত্যাভিনয়টির পরিচালনা ও নিদের্শনা করেন বিদ্যালয়ের শিক্ষক শমিক সিংহ ও শিক্ষিকা ইন্দিতা চৌধুরী। নেপথ্য ভাষ্য দেন শিক্ষিকা ধৃতিবন্দনা মাইতি, পৌলমী গোস্বামী, সুস্মিতা ঘোষ, সঙ্গীতা দাস ও অঙ্গনা মণ্ডল। যন্ত্র সঙ্গীত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ঋষিরাজ দাস। বিদ্যালয়ে অনুষ্ঠিত যোগাসন, বিজ্ঞান মডেল ও হস্তিশল্প তৈরি প্রতিযোগিতার বিজয়ীদেরও এদিন পুরস্কৃত করা হয়।