দুই ছাত্রের মৃত্যুর পরেই রবীন্দ্র সরোবরে বন্ধ রোয়িং প্রশিক্ষণ, জানালেন ফিরহাদ হাকিম

দুই ছাত্রের মৃত্যুর পরেই রবীন্দ্র সরোবরে বন্ধ রোয়িং প্রশিক্ষণ, জানালেন ফিরহাদ হাকিম
23 May 2022, 10:40 PM

দুই ছাত্রের মৃত্যুর পরেই রবীন্দ্র সরোবরে বন্ধ রোয়িং প্রশিক্ষণ, জানালেন ফিরহাদ হাকিম

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রোয়িং কম্পিটিশনের জন্য প্রশিক্ষণ করছিলেন ৫ জন। কিন্তু হঠাৎ কালবৈশাখীতে উল্টে যায় বোট। আর তাতে তিনজন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও দুই ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে। তার মধ্যে আবার একজন সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ছিল। এই মর্মান্তিক দুর্ঘটনার পরেই আপাতত রোটিং বন্ধ করা হল রবীন্দ্র সরোবরে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই নির্দেশ দিয়েছেন।

সোমবার এই নির্দেশ দেন ফিরহাদ হাকিম। এদিন তিনি মৃত পড়ুয়া পুষাণ সাঁধুখার বাড়ি যান। মৃত কিশোরের পরিবারের প্রতি সমবেদনা জানান। তারপর তিনি বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এখানে এসেছি। এই ক্ষতি অনেক বড় ক্ষতি। এটা কেউ পূরণ করতে পারবে না। ওর বাবা খুব ভেঙে পড়েছেন। আমাকে বলছেন আমি কাকে নিয়ে বাঁচব।''

ফিরহাদ হাকিম আগেই অভিযোগ করেছিলেন, পরিবেশ সংক্রান্ত কারণে উদ্ধারাকারী বোট ছিল না। তাহলে কী দুর্ঘটনা ঘটতেই থাকবে? তাই আপাতত তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, পরবর্তীকালে এ ব্যাপারে পদক্ষেপ করা গেলে তখন সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।

Mailing List