পুরুলিয়ায় হাসপাতালের কোয়ার্টারে মহিলা চিকিৎসকের পচা-গলা দেহ! পরকীয়ার জেরে খুন নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

পুরুলিয়ায় হাসপাতালের কোয়ার্টারে মহিলা চিকিৎসকের পচা-গলা দেহ! পরকীয়ার জেরে খুন নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ক’দিন ধরেই দেখা মিলছিল না চিকিৎসক সুচিত্রা সিং এর। বন্ধ ছিল কোয়ার্টারও। কোয়ার্টার থেকে দুর্গন্ধ ছড়াতেই সন্দেহ দানা বাঁধে। খবর দেওয়া হয় পুলিশে। তারপর দেখা যায় কোয়ার্টারের ভেতরে রয়েছে চিকিৎসক সুচিত্রা সিং (৩৮) এর পচাগলা দেহ!
এমনই ঘটনা ঘটল পুরুলিয়া জেলার বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা। কিন্তু খুন করল কে? শুক্রবার ঘটনার তদন্তে নেমে উঠে এসেছে বেশ কয়েকটি তথ্য। তা থেকে পুলিশের অনুমান, পরকীয়া সন্দেহে চিকিৎসকের স্বামীও এই কাজ করে থাকতে পারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরকীয়া নিয়ে সন্দেহ করত স্বামী। তা নিয়ে পরিবারে অশান্তিও লেগে থাকত। তার কিছুটা আভাস পেয়েছিলেন প্রতিবেশীরাও। কোয়ার্টারে চার বছরের শিশু কন্যাকে নিয়ে থাকতেন ওই চিকিৎসক। তবে সম্প্রতি তাঁর স্বামীও এসেছিলেন। তারপর থেকেই আর ওই চিকিৎসককে দেখা যায়নি। সকলে ভেবেছিলেন সপরিবারে কোথাও ছুটি কাটাতে গিয়েছেন।
কিন্তু দুর্গন্ধ ছড়াতেই বেরিয়ে পড়ে রহস্য। শুক্রবার দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় প্লাস্টিকে মোড়া চিকিৎসকের দেহ। তখনই সন্দেহ দেখা দেয় যে, হয়তো তাঁর স্বামী এই কাজ করে থাকতে পারেন। নাহলে কন্যা কোথায় গেল? তালাই বা লাগালো কে? পুলিশ মৃতদেহ ময়নাতদন্ত করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।



