জোড়া গোল রোনাল্ডোর, জয় পেলেন মেসি

জোড়া গোল রোনাল্ডোর, জয় পেলেন মেসি
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: তারকা ঠাসা রাত। মেসি, রোনাল্ডো, নেইমার, এমবাপে, কে নেই! হোক না প্রদর্শনী ম্যাচ, মেসি-রোনাল্ডো দ্বৈরথ মানেই আলাদা চাকচিক্য এবং উত্তেজনা। দর্শকদের উপহার দিলেন নয় গোলের এক রোমহর্ষক ম্যাচ। গোল পেলেন মেসি, রোনাল্ডো উভয়েই।ম্যাচের আগে থেকেই স্টেডিয়ামে তৈরি হয় নানা স্মরণীয় মুহূর্ত। বর্তমানে পিএসসিতে খেলতে থাকা নিজের দুই পুরনো সতীর্থ, গোলরক্ষক কেইলর নাবাস এবং তারকা ডিফেন্ডার সার্জিও র্যামোসের সাথে সাক্ষাত্ হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দুজনকেই জড়িয়ে ধরেন সিআরসেভেন।সৌদি আরবের রিয়াধে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার একটি ফেন্ডলি ফুটবল ম্যাচ খেলতে নেমেছিল রিয়াধ অল-স্টারস একাদশ ও পিএসজি । ম্যাচ শুরুর আগে মাঠে নেমে বর্তমান যুগের দুই বিশ্বখ্যাত ফুটবল তারকা আর্জেন্তিনার মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে হাত মেলালেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তাঁদের এই সাক্ষাতের ছবি দেখে আনন্দিত হয়েছেন নেটিজেনরা।
রিয়াধ অল স্টার একাদশের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করে সব আলো নিজের দিকে টেনে নিলেন। বুঝিয়ে দিলেন এখনও ফুরিয়ে যাননি। অন্যদিকে বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন মেসি। ৯ গোলে শেষ হল দুই মহাতারকার ম্যাচ। শেষপর্যন্ত ৫-৪ গোলে জেতে পিএসজি।স্কোর লাইন দেখে টাইব্রেকারের ফল মনে হলেও আদতে ৯০ মিনিটেই হল ৯ গোল। গোলের নিরিখে মেসিকে পিছনে ফেললেও সৌদি আরবে প্রথম ম্যাচে জয় অধরাই থাকল পর্তুগিজ মহাতারকার। পিএসজির হয়ে গোল করলেন মেসি, মার্কিউনোস, র্যামোস, এমবাপে, হুগো। অন্যদিকে রিয়াধ অলস্টারের হয়ে রোনাল্ডো জোড়া করেন, বাকি গোলগুলি করেন জান হূন সো, তালিসা।


