রোহিতের চোট, খেলতে পারবেন অধিনায়ক?

রোহিতের চোট, খেলতে পারবেন অধিনায়ক?
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: মেগা ম্যাচের একদিন আগে নেটে প্র্যাকটিশের সময় রোহিত শর্মার বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগল। তবে চোটের পরেও তিনি নেটে অনুশীলন চালিয়ে যান। অধিনায়কের বুড়ো আঙুলে ব্যান্ডেজ বাঁধা অবস্থা দেখে আতঙ্ক ছড়ায়।নেটে আর ব্যাটও করেননি। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চোট গুরুতর নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ঝুঁকি এড়াতেই আর অনুশীলনে নামেননি রোহিত।অনুশীলনেই রোহিতের আঙুলে চোট লাগে। তা নিয়ে রোহিত কিছু বলেননি। ২০২২ সালে বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর দায়িত্ব পান রোহিত। তিনি বলেন, 'আমি বা আমার আগের অধিনায়ক যারা ছিল সকলেই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। চ্যাম্পিয়নশিপ জিততে চেয়েছে। আমি সেটাই চাই। আমি ম্যাচ জিততে চাই, চ্যাম্পিয়নশিপ জিততে চাই। এটার জন্যই তো আমরা খেলি।'
অস্ট্রেলিয়া প্রথম একাদশ কার্যত জানিয়ে দিলেও টিম ইন্ডিয়া এখনও ধোঁয়াশা রাখছে। তবে খুব সম্ভবত তিন পেসার, অশ্বিন-জাদেজাকে মানে দুই স্পিনারকে নিয়েই নামছেন রোহিতরা। উইকেটকিপার হিসেব কেএস ভরতকেই খেলতে দেখা যেতে পারে। তিন পেসার হিসেবে মহম্মদ সামি, মহম্মদ সিরাজের সঙ্গে উমেশ যাদবের খেলার সম্ভবনাই বেশী। তবে অনেকে বলছেন, জাদেজার পরিবর্তে শার্দুল ঠাকুরকে খেলানো হতে পারে।এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই পেসার ও তিন স্পিনার খেলাতে পারে ভারত। সে ক্ষেত্রে শামি ও সিরাজ়ের পাশাপাশি তৃতীয় পেসার হিসাবে শার্দূল ঠাকুরকে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ছয় বোলার থাকবে ভারতের। এই বোলিং আক্রমণ নিয়ে চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া।


