কাপ জয়ের আনন্দে পাসপোর্ট ফেলেই আসছিলেন রোহিত

কাপ জয়ের আনন্দে পাসপোর্ট ফেলেই আসছিলেন রোহিত
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ জিতে সোমবার ভোরে দেশে ফিরল ভারতীয় দল।মুম্বইয়ের কালিনা বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ,হার্দিক পাণ্ডিয়া, শ্রেয়স আইয়াররা। এরপর নিজেদের গাড়িতে উঠে যে যার বাড়ির পথে রওনা দেয়।আপাতত দুই একদিন বিশ্রাম তারপরই অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু হবে।
সোমবার কলম্বো থেকে মুম্বই পৌঁছলেন ভারতীয় ক্রিকেটারেরা। মুম্বই বিমানবন্দরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের দেখে উচ্ছ্বাসে ভাসলেন ক্রিকেটপ্রেমীরা।
রবিবার রাতেই শ্রীলঙ্কার ছেড়েছে ভারতীয় দল। আর সেই সময়ি রোহিত শর্মার সঙ্গে ঘটে সেই ঘটনা। পাসপোর্ট ছাড়াই টিম বাসে উঠে পড়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। বাসে বিমান বন্দরের উদ্দেশে গাড়ী রওনা হওয়ার আগেই মনে পড়েছিল রোহিত শর্মার। টিম হোটেলেই পাসপোর্ট ভুলে বাসে উঠে পড়েছিলেন তিনি।
যদিও সেই ভুল কিছুক্ষণের মধ্যেই শুধরে নিয়েছিলেন তিনি। এরপরই একজন সাপোর্ট স্টাফকে দিয়ে সেই পাসপোর্ট বাসে আনিয়েছিলেন ভারতীয় দলের অধি্নায়ক।
রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপের খেতাব জয় করল। ২০১৮ সালে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক ছিলেন। কিন্তু, তিনি এশিয়া কাপ খেলতে যাননি। সেইসময় রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপ খেলতে গিয়েছিল। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারতীয় ক্রিকেট দল সেইবার খেতাব জয় করেছিল। আর এবার শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এই টুর্নামেন্টে জয়লাভ করেছে।


