টি টোয়েন্টিতে কি দেখা যাবে রোহিত বিরাটদের? কি বললেন দ্রাবিড়?

টি টোয়েন্টিতে কি দেখা যাবে রোহিত বিরাটদের? কি বললেন দ্রাবিড়?
24 Jan 2023, 09:45 AM

টি টোয়েন্টিতে কি দেখা যাবে রোহিত বিরাটদের? কি বললেন দ্রাবিড়?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আজ ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচ খেলতে নামছে ভারত। তার টি ২০ ক্রিকেটে রোহিত বিরাটদের ভবিষ্যত নিয়ে আভাস দিলেন কোচ দ্রাবিড়। টিম ইন্ডিয়ার হেডস্যার রাহুল দ্রাবিড় বলেছেন যে, "বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো খেলোয়াড়দের কাজের চাপ পরিচালনা করার সময় তাদের নির্দিষ্ট টুর্নামেন্টকে অগ্রাধিকার দিতে হবে।" আসন্ন ক্রীড়া সূচি প্রসঙ্গে তিনি বলেন,'সাদা বলের টুর্নামেন্টকে আমাদের অগ্রাধিকার দিতে হবে।যে পরিমাণ ক্রিকেট আমরা খেলছি, সেক্ষেত্রে আমাদের সাদা বলের টুর্নামেন্টকে গুরুত্ব দিতে হবে। বর্ডার গাভাসকর ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এরপর নির্দিষ্ট কিছু সাদা বলের ক্রিকেট টুর্নামেন্টকে আমরা অগ্রাধিকার দেব।'

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন দ্রাবিড়। সেখানে ওপেনার রোহিতের সাম্প্রতিক ফর্ম নিয়ে তিনি বলেন, "রোহিত গত কয়েক ইনিংসে শতরান করতে পারেনি বলে আমি একেবারেই চিন্তিত নই। ও একজন অসাধারণ ক্রিকেটার। সেটা সবার মনে রাখা উচিত। রোহিতের সঙ্গে প্রথমবার আলাপ হওয়ার সময় ওর বয়স ১৭-১৮ ছিল। তখন সবে ও অনূর্ধ্ব ১৯ বয়সভিত্তিক ক্রিকেট খেলে এসেছে। আমি অনেক তরুণ প্রতিভা দেখেছি,কিন্তু অসামান্য।"

Mailing List