কেন বল করতে হল নয় জনকে, কারণ জানালেন রোহিত

কেন বল করতে হল নয় জনকে, কারণ জানালেন রোহিত
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ডাচদের বিরুদ্ধে সহজ ম্যাচ বল করতে হল ভারতের নয় জনকে। এই প্রসঙ্গে রোহিত শর্মাকে প্রশ্ন করা হলে ভারত অধিনায়ক বলেন, "যখন আপনার হাতে মাত্র ৫ জন বোলার থাকে, তখন আপনি আপনার দলের মধ্যে কিছু বিকল্প প্রস্তুত করার চেষ্টা করেন। আজ আমাদের কাছে ৯টি অপশন ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ, আজকের ম্যাচে আমরা অনেক কিছু চেষ্টা করেছি। আমাদের ফাস্ট বোলাররা যখন প্রয়োজন ছিল না তখন ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করছিল। আমরা এই অনুশীলন করতে চেয়েছিলাম। বোলিং ইউনিট হিসেবে আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করছিলাম। আমাদের দেখতে হবে এটা কী অর্জন করে। ভবিষ্যতে কাজেও লাগতে পারে।"নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে দেওয়ার পর রাহুল দ্রাবিড় বলেন, 'এটা ঠিক সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। হারলেই বিদায় নিতে হবে। সেটা মাথায় রেখেও বলছি আমরা শুধু জয় নিয়েই ভাবনাচিন্তা করছি। এছাড়া আর কিছুই ভাবছি না। নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলার জন্য দলের প্রতিটি ক্রিকেটার মুখিয়ে রয়েছে। জানি এটা চাপের ম্যাচ। তবে এবার কিন্তু ছেলেরা জিতেই মাঠ ছাড়বে।'
এই ম্যাচে এক অনন্য রেকর্ডের তালিকায় নাম তুলেছেন রবীন্দ্র জাদেজাও। ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডারকে রবিবার ব্যাট হাতে নামতে হয়নি শ্রেয়স আইয়ার-কেএল রাহুলের সৌজন্যে। কিন্তু বল হাতে দলের জয়ে অবদান রেখেছেন। ৩৪ বছর বয়সী এই স্পিনার দুটি উইকেট তুলে নিয়েছেন। সেইসঙ্গে অনিল কুম্বলে এবং যুবরাজ সিংয়ের রেকর্ডও ভেঙে দিলেন সৌরাষ্ট্রের এই ক্রিকেটার। ১৫ উইকেট ছিল বিশ্বকাপে যুবরাজ কুম্বলের। সেই রেকর্ড ভেঙে ১৬ উইকেট জাড্ডুর নামের পাশে।


