Rohit Sharma বিশ্ব টেস্ট ফাইনালের আগে সতীর্থদের মানসিকতার প্রশংসা রোহিতের

Rohit Sharma বিশ্ব টেস্ট ফাইনালের আগে সতীর্থদের মানসিকতার প্রশংসা রোহিতের
25 May 2023, 08:38 PM

Rohit Sharma বিশ্ব টেস্ট ফাইনালের আগে সতীর্থদের মানসিকতার প্রশংসা রোহিতের

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলের (IPL) মধ্যেই রোহিত শর্মার ফোকাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বিসিসিআইয়ের (BCCI) শেয়ার করা এক ভিডিওতে রোহিত বলেন, 'সাউদাম্পটনে (২০২১ সালের) টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর পরবর্তী সাইকেলের জন্য আমাদের দ্রুত প্রস্তুত হতে হয়েছিল। আমার মনে হয় ওই সার্কেলে আমরা বেশ ভাল ক্রিকেট খেলেছিলাম। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল আমাদের। সেখান থেকে চটজলদি নিজেদের সামলে নেওয়াটা কিন্তু একেবারেই সহজ ছিল না। এর জন্য আমাদের এক-আধজনের নয়, সকলরেই দৃঢ় মানসিকতার প্রয়োজন ছিল।'

তিনি নিজের খেলার ধরনেও বদল করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন রোহিত। লম্বা ইনিংসের দিকে না গিয়ে ঝোড়ো ইনিংসের কথা ভাবছেন। রোহিত (Rohit Sharma) বলেন, ‘‘আমি আগে চেষ্টা করতাম গোটা ইনিংস জুড়ে খেলতে। কিন্তু এখন আমার খেলার ধরন বদলে গিয়েছে। এখন দ্রুত রান তোলার চেষ্টা করি। সেটা করতে গিয়ে আউট হয়ে গেলেও আমার দুঃখ থাকে না।’’

নিজের দল প্রসঙ্গে হিটম্যান বলেন, 'অনেকেই বলে আমাদের দল খুব শক্তিশালী। কিন্তু তার পিছনের কষ্টটা কেউ দেখেনা। আমাদের দল সব সময়ই নতুন ক্রিকেটারদের প্রমোট করেছে, তাদের খেলার সুযোগ দিয়েছে। সেই কষ্ট কারোর চোখে পড়বে না। দুই বছর পর আবার তারাই বলবে আমাদের দল শক্তিশালী।' ভারতীয় ক্রিকেটে বুমরাহ এবং পাণ্ডিয়ার উত্থানের জন্য মুম্বই দলের অবদানের কথা মনে করিয়ে দেন রোহিত। একইসঙ্গে আগামী দিনে তাঁর দলও যে পাণ্ডিয়া-বুমরাহের মতো তারকা সাপ্লাই দেবে সেই কথাও উল্লেখ সেই বিষয়ে আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্সের দলপতি।

Mailing List