ইউএস ওপেনে রোহনের রেকর্ড, শুভেচ্ছা লিয়েন্ডারের

ইউএস ওপেনে রোহনের রেকর্ড, শুভেচ্ছা লিয়েন্ডারের
08 Sep 2023, 11:14 PM

ইউএস ওপেনে রোহনের রেকর্ড, শুভেচ্ছা লিয়েন্ডারের

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনে পুরুষদের ডাবলসে নতুন রেকর্ড গড়লেন রোহন বোপান্না। যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের ডাবলসে খেতাব জয়ের দুয়ারে ভারতীয় টেনিস তারকা। সেমিফাইনাল জিতে  ফাইনালের টিকিট পাকা করে ফেলেছেন রোহন বোপান্না। অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেধে প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ছন্দে পাওয়া যায় বোপান্নাকে। এবার একাবারে ফাইনালে পৌঁছে গেল এই জুটি।

ইতিহাস সৃষ্টিকারী সতীর্থকে শুভেচ্ছা জানালেন লিয়েন্ডার পেজ। সিএবির অনুষ্ঠানে অংশ নিতে এসে লি বলেন, দারুন গর্বের বিষয়,আশা করছি রোহন খেতাব জিতবে।

এই কৃতিত্বের সঙ্গে ওপেন যুগে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হয়ে গেলেন ৪৩ বছর বয়সী এই ভারতীয়। বোপান্না কানাডার ড্যানিয়েল নেস্টরের রেকর্ডকে দু'মাসের ব্যবধানে হারিয়ে দেন, যিনি মেজর ফাইনালে খেলার সময় ৪৩ বছর ৪ মাস ছিলেন। উল্লেখ্য, ২০১০ সালে ইউএস ওপেনেই বোপান্না তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রতিদ্বন্দ্বিতা করেন তাঁর পাকিস্তানি সঙ্গী আইসাম-উল-হক কুরেশির সঙ্গে।

রবিবার সকালে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেলবেন আমেরিকার কোকো গফ ও বেলারুশের সাবালেঙ্কা। দু জনেই এই প্রথম ইউএস ওপেনের ফাইনালে উঠবেন। এর আগে গত বছর ফরাসি ওপেনের ফাইনালে উঠেছে ছোট সেরেনা হিসেবে পরিচিত গফ।

Mailing List