ডাকাতির ছক বানচাল, মিনাখাঁয় পুলিশের জালে ৪ সশস্ত্র দুষ্কৃতী  

ডাকাতির ছক বানচাল, মিনাখাঁয় পুলিশের জালে ৪ সশস্ত্র দুষ্কৃতী  
16 Oct 2022, 03:45 PM

ডাকাতির ছক বানচাল, মিনাখাঁয় পুলিশের জালে ৪ সশস্ত্র দুষ্কৃতী  

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বসিরহাটঃ ডাকাতির ছক বানচাল। পুলিশে হাতে গ্রেপ্তার ৪ সশস্ত্র ডাকাত। উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। ঘটনাটি ঘটেছে বসিরহাট জেলার মিনাখাঁ থানার ধুতুরদাঁও গ্রাম পঞ্চায়েতের বাবুরহাট বাজার এলাকায়।

পুলিশ জানিয়েছে, রবিবার ভোররাতে একদল দুষ্কৃতী এলাকায় সমাজবিরোধী ও ডাকাতির জন্য ছক কষেছিল। মিনাখাঁ থানার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মন্ডলের কাছে গোপন সূত্রে সেই খবর পৌঁছে যায়। তাঁর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাতেনাতে চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল আজগর আলী বাঁছার, আকমান মালিক, আসাদুল লস্কর ও আলিনুর। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলিভর্তি বন্দুক, ভোজালি, দা, লোহার রড, গ্যাস কাটার-সহ ডাকাতি করার একাধিক সরঞ্জাম। সকলের বাড়ি মিনাখা থানার ধুতুরদহ গ্রামে। এদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানার বিভিন্ন এলাকায় ছিনতাই রাহাজানি ডাকাতি খুনের একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Mailing List