মুরি এক্সপ্রেসে ডাকাতি, কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট ডাকাত দল

মুরি এক্সপ্রেসে ডাকাতি, কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট ডাকাত দল
24 Sep 2023, 06:15 PM

মুরি এক্সপ্রেসে ডাকাতি, কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট ডাকাত দল

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল জম্মু-তাওয়াই গামী মু্‌রি এক্সপ্রেসে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। যাত্রীদের মারধোর ও গুলি চালানোর অভিযোগও উঠেছে। যাত্রীদের বেশ কয়েকজন আহতও হয়েছেন এই ঘটনায়। সংবাদসংস্থা জানাচ্ছে, শনিবার রাত এগারোটা নাগাদ ঝাড়খণ্ডের লাতেহার থেকে জম্মুর উদ্দেশ‌্যে রওনা হয়েছিল মুরি এক্সপ্রেস। আগে থেকেই যাত্রীদের ছদ্মবেশে ট্রেনের সংরক্ষিত কামরায় মধ‌্যে বসে ছিল দুষ্কৃতীরা। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ‌্যেই নিজেদের কাজ শুরু করে ডাকাতদল। ট্রেনটি বরওয়াডি ও ছিপাদোহর স্টেশনের মাঝে এসে উপস্থিত হয় ঠিক তখনই ট্রেনের এস ৯ কামরায় বন্দুক দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অবাধে লুটপাট শুরু করে।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, গয়না, ফোন, সমস্ত কিছু কেড়ে নেয় ডাকাতরা। এমনকী, মহিলা যাত্রীদের সঙ্গেও অভব‌্য আচরণ করে তারা। বারওয়াডি থেকে ছিপাদোহর স্টেশন যেতে যতটুকু সময় লাগে, ততটুকু সময়ের মধ‌্যেই পুরো কাজকর্ম সেরে চেন টেনে ট্রেন থামিয়ে ডাকাত দল নেমে চম্পট দেয়। পালিয়ে যাওয়ার সময় আট থেকে দশ রাউন্ড গুলিও চালায় যাত্রীদের লক্ষ করে। এই হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ট্রেনটি ডালটনগঞ্জে থামলে যাত্রীরা রেলপুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সোনার গয়না ও নগদ মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। রেল পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। রেল পুলিশ মনে করছে, লাতেহার থেকেই সাধারণ যাত্রীদের ছদ্মবেশে যাত্রীদের সঙ্গে মিশে ছিল ডাকাতরা।

Mailing List