দিনের আলোয় ব্যাঙ্কের গাড়ি থামিয়ে অস্ত্র দেখিয়ে প্রায় ১১ কোটি টাকা ডাকাতি ঢাকায়!

দিনের আলোয় ব্যাঙ্কের গাড়ি থামিয়ে অস্ত্র দেখিয়ে প্রায় ১১ কোটি টাকা ডাকাতি ঢাকায়!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল ঢাকায়। ব্যাঙ্কের গাড়ি থামিয়ে অস্ত্র দেখিয়ে প্রায় ১১ কোটি টাকা ডাকাতি করে নিয়ে পালায় ডাকাত দল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায়। সূত্রের খবর, এদনি সকালে একটি বেসরকারি ডাচ্–বাংলা ব্যাংকের গাড়িতে ট্রাঙ্কে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। সেই গাড়ি থামিয়েই সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাতেরা।
তুরাগ থানা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি সিকিউরিটি কোম্পানি থেকে সোয়া ১১ কোটি টাকা গাড়িতে নিয়ে সাভারের ইপিজেডে ডাচ্–বাংলা ব্যাংকের বুথে টাকা ঢোকাতে নিয়ে যাচ্ছিল সকাল ৭টা নাগাদ। তখনই রাস্তার ওপর আড়াআড়ি করে মাইক্রোবাস দাঁড় করিয়ে গাড়িটিকে থামিয়ে দেওয়া হয় উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ–সংলগ্ন এলাকায়। তারপর ১০–১২ জন সশস্ত্র ডাকাত নেমে টাকা বহনকারী গাড়ির দরজা ভেঙে ফেলে। ভয়ে নিরাপত্তারক্ষীরা কিছুই করতে পারেনি। অস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে পালায় ডাকাত দল।


