ঘুঘুমারী পেট্রোল পাম্পে ডাকাতি, ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ

ঘুঘুমারী পেট্রোল পাম্পে ডাকাতি, ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ
25 Sep 2022, 07:28 PM

ঘুঘুমারী পেট্রোল পাম্পে ডাকাতি, ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, কোচবিহার: কোচবিহারের ঘুঘুমারী পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটেছিল সম্প্রতি। সেই ডাকাতির কিনারা করলো পুলিশ। তদন্তে নেমে পুলিশ ৮জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। তারই সঙ্গে উদ্ধার করেছে ২টি সি.সি.টিভি মনিটর, নগদ ২০,৫০০ টাকা, ৩টি বাইক, ১টি দেশী আগ্নেয়াস্ত্র ও গুলি এবং একটি ধারালো অস্ত্র!

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে কোচবিহার-১ ব্লকের ঘুঘুমারি জামতলা এলাকায় ঘটনাটি ঘটেছিল। দুষ্কৃতীরা তেল ভরার আছিলায় পেট্রোল পাম্পে ঢোকে। পরপর চারটি চারটি মোটরবাইক আসে। তাতে ১১ জন দুষ্কৃতী ছিল। তবে সিসি ক্যামেরার আওতায় ঢোকার আগেই সকলে মুখ ঢেকে ফেলে বলে অভিযোগ। তারপর নৈশপ্রহরীকে মারধর করে পাম্পের ভেতরে ঢোকে। নগদ টাকা ও কম্পিউটারের দু’টি মনিটর লুট করে পালিয়ে যায়। দুষ্কৃতীরা অফিসের ভেতরে ভাঙচুরও চালায়। এবার তদন্তে নেমে দুষ্কৃতীদের গ্রেফতার করলো পুলিশ।

Mailing List