খাতড়ায় পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার কর্মশালা

খাতড়ায় পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার কর্মশালা
11 Jan 2023, 06:05 PM

খাতড়ায় পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার কর্মশালা

 

দেবনাথ মোদক, খাতড়া

 

কলকাতা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশনের উদ্যোগে পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ শীর্ষক একটি কর্মশালা ও পদযাত্রা হল বাঁকুড়া খাতড়াতে। বুধবার প্রথমে খাতড়ার একটি বেসরকারি লজে কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে ব্লক এলাকার ছাত্রছাত্রী, খেলোয়াড় সহ সাধারণ মানুষজনকে নিয়ে পদযাত্রা করা হয়। সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে খাতড়া এসডিও মোড় থেকে খাতড়া দাসের মোড় পর্যন্ত একটি পদযাত্রাটি যায়। এদিনের কর্মশালা ও পদযাত্রায় উপস্থিত ছিলেন খাতড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট থেন্ডুপ ভুটিয়া, খাতড়া মহকুমার সহকারী বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) অনিমেষ শতপথি, খাতড়া থানার পুলিশ আধিকারিক সহ কলকাতা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশনের কর্ম কর্তারা।

Mailing List