ঋদ্ধি ছাঁটাইয়ে সময় লাগে না, হার্দিকদের বার্তা দিতেই গড়িমসি

ঋদ্ধি ছাঁটাইয়ে সময় লাগে না, হার্দিকদের বার্তা দিতেই গড়িমসি
21 Feb 2022, 07:50 PM

ঋদ্ধি ছাঁটাইয়ে সময় লাগে না, হার্দিকদের বার্তা দিতেই গড়িমসি

 

বিপ্লব বসু

 

এতোদিনে এবার বোর্ডের কড়া বার্তা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে। ঋদ্ধিমান সাহা ইস্যুরও বেশ কিছুদিন আগে বোর্ড সভাপতি হার্দিক পাণ্ডিয়াকে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বরোদার অলরাউন্ডার সে কথায় কর্ণপাত না করে বাংলার বিরুদ্ধে সদ্যসমাপ্ত রঞ্জি ম্যাচে খেলেননি। যে ম্যাচে নাটকীয়, দুরন্ত জয় পেয়েছে বাংলা।

হার্দিক দলে থাকলে বরোদা আরো কিছুটা লড়াই দিতে পারতো বলে মনে করছে বরোদা ক্রিকেট আ্যসোসিয়েশন। তবে হার্দিক যখন খেললেন না, তখন নির্বাচক প্রধান চেতন শর্মা বা কোনো নির্বাচক কোনো বার্তা দিলেন না কেন?  কিন্তু তার বদলে  নির্বাচকদের কাজটা করে দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়! তিনি ঋদ্ধিমানকে ঠেকে বলে দিলেন, ভবিষ্যতের জন্যও আর তাঁর  কথা ভাবা হবে না! এইখানেই প্রশ্ন উঠছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তাদের সঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে  সমণ্বয়ের বিষয়টি কতোটা মজবুত?

অন্যদিকে ভারতীয় দলের জয়ের পর ইডেনে রাহুল যা বললেন সেটি সাফাই ছাড়া কিছু নয়। তাঁকে ঋদ্ধিমান প্রকাশ্যে যে বিবৃতি দিয়েছেন এ নিয়ে তিনি কি ভাবছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ঋদ্ধিমানের প্রকাশ্যে বিবৃতি  নিয়ে তিনি মোটেই বিচলিত হননি। ঋদ্ধিমান সাহার  ভারতীয় ক্রিকেটে যে অবদান, তার প্রতি তাঁর  অগাধ শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধার জায়গা থেকেই ওর সঙ্গে আলোচনা করেছিলেন বলে সাংবাদিক বৈঠকে বলেন দ্রাবিড়। দ্রাবিড়ের কথায়, ঋদ্ধিমানের সঙ্গে তাঁর এই আলোচনার কারণ ছিল ঋদ্ধিমানকে যেন সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে জানতে না হয়।

একজন ক্রিকেটার যিনি নিয়মিত ভালো পারফরমেন্স করলেন, শেষ টেস্টেও দলের সঙ্কটে ব্যাট হাতে দলকে ভরসা দিলেন, তাঁকে কোচ বাদ দেওয়ার কথা জানিয়ে দিয়ে বলছেন, 'সত্যটা ওর জানা উচিত'! বয়সই একজনকে বাদ দেওয়ার একমাত্র মাপকাঠি হতে পারেনা বলেই প্রাক্তনদের অনেকেই মনে করছেন। চেতন শর্মা বয়সকেই শেষপর্যন্ত ঢাল হিসেবে তুলে ধরেছেন। যেখানে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এখনও পর্যন্ত তেমন জোরালো কোনো যুক্তি বা ঋদ্ধিমানের পাশে থাকার কথা পরিষ্কারভাবে জানাননি। কিন্তু হার্দিকদের মতো ঔদ্ধত্ব দেখানো ক্রিকেটারদের বার্তা দিতে এতো বিলম্ব কেন এ প্রশ্নই ক্রিকেটমহলে ঘোরাফেরা করছে।

Mailing List