অবসর নিশ্চিত করে আবেগী পোস্ট ঝুলনের

অবসর নিশ্চিত করে আবেগী পোস্ট ঝুলনের
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: অবশেষে নিজের অবসরের কথা ঘোষণা করলেন ঝুলন গোস্বামী। রবিবার খেলার সমস্ত ফর্ম্যাট থেকে তাঁর অবসর নিশ্চিত করে একটি আন্তরিক বিদায়ী নোট লিখেছেন। ঝুলন শনিবার লর্ডসে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ঝুলন গোস্বামী রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি বিদায়ী নোট শেয়ার করে নিয়েছেন।ঝুলন লিখেছেন, 'অবশেষে সেই দিনটা চলেই এল। সব যাত্রা যে ভাবে শেষ হয়, আমার ২০ বছরের ক্রিকেট যাত্রারও সে ভাবেই শেষ হল। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজ অবসর ঘোষণা করছি।' তিনি আরও লিখেছেন, 'খুব তৃপ্তিদায়ক যাত্রা ছিল। একইসঙ্গে খুব উত্তেজক। নিজের সর্বস্ব দিয়ে ২০ বছর ভারতের জার্সি পরে থাকতে পারা গর্বের ব্যাপার। ম্যাচের আগে প্রতি বার জাতীয় সঙ্গীত শোনার সময় গর্ব অনুভব করতাম।'
এদিকে ঝুলনের শেষ ম্যাচে মানকডিং নিয়ে বিতর্ক চরমে। দীপ্তি শর্মা যেভাবে আউট করেছেন ইংরেজরা এটা মানতে পারছেন না। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ও লিডিয়া গ্রিনওয়ে। স্কাই স্পোর্টসে গ্রিনওয়ে বলেন, ''এ ভাবে ম্যাচ জেতা ঠিক নয়। মানছি আইনগত ভাবে এই ভাবে আউট করায় কোনও বাধা নেই। এরা করতেই পারে। কিন্তু তবু আমি এর সঙ্গে এক মত হতে পারছি না। এটা মানতে পারছি না। আমি অধিনায়ক হলে বলতাম প্রথমে সতর্ক করতে। চার্লি কী করছে সেটা সম্পর্কে ওর সতর্ক থাকা উচিত। ও উল্টো দিকে কী হচ্ছে সেই নিয়েই ভাবছিল। সেই কারণেই বেরিয়ে গিয়েছিল। ভারত অধিনায়কের সতর্ক করা উচিত ছিল। ইংল্যান্ড যদি এটা করত তা হলেও আমি হতাশ হতাম।'


